মন চায় না
খোলা আকাশ মধ্য দুপুর,
আমার ভেজা চুল।
ভাবছি তোমার কথা,
পাশে বাতাবিনেবুর ফুল।
ফুটছে কত গন্ধ মাখা কলি,
মাতাল হাওয়া বাজে না বাঁশি।
এখন আর মন তোমায়,
চায় না এত ভালবাসি।
২৪/১১/১৯
আমার ভেজা চুল।
ভাবছি তোমার কথা,
পাশে বাতাবিনেবুর ফুল।
ফুটছে কত গন্ধ মাখা কলি,
মাতাল হাওয়া বাজে না বাঁশি।
এখন আর মন তোমায়,
চায় না এত ভালবাসি।
২৪/১১/১৯
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১১/২০১৯অসাধারণ কাব্য কথন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৬/১১/২০১৯অসাদারণ কাব্য কথন।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/১১/২০১৯বেশ হয়েছে।
-
মেহেদি হাসান আবিদ ২৫/১১/২০১৯অসাধরণ
-
নুর হোসেন ২৫/১১/২০১৯ছন্দে ছন্দে অসাধরণ হয়েছে!
-
আরজু নাসরিন পনি ২৫/১১/২০১৯খুব অভিমান ভরা কবিতা। ভালো লাগলো।