কিছু কথা
ভালবাসার বিরহে দূরত্ব থাকবেই,
আর সেই বিরহে এই হেমন্তের দিনেও বৃষ্টি ঝরছে।
তুমি কি সেই বৃষ্টি অনুভবে শুনতে পাও,
যেন শ্রাবণের ঘনঘটা সাজ সাজছে।
সেদিন আমার শখের জায়নামাজটা
ইদুরে কাটায় খুব মন খারাপ হলো ।
কান্না করেছিলাম এ কোন শাস্তি আমার
সেহজদার আগেই ফুটো হয়ে গেলো।
যাতনার দহনে আমি বড় ক্লান্ত,
দুচোখ লাল হয়ে আছে কেউতো বলেনি।
অমন উদাসী হয়ে বাতায়নে কি দেখ?
আমার জন্য তো এখনো বসন্ত আসেনি।
নিশিভোরে আমার প্রার্থনা কবুল কর,
হে বিধাতা, ক্ষমা কর যদি করি ভুল।
কিছু কথা অব্যক্ত হয়ে ভাসছে পবনে,
সব ঝেড়ে ভাসে যেন অনুকূলতার দুল।
আর সেই বিরহে এই হেমন্তের দিনেও বৃষ্টি ঝরছে।
তুমি কি সেই বৃষ্টি অনুভবে শুনতে পাও,
যেন শ্রাবণের ঘনঘটা সাজ সাজছে।
সেদিন আমার শখের জায়নামাজটা
ইদুরে কাটায় খুব মন খারাপ হলো ।
কান্না করেছিলাম এ কোন শাস্তি আমার
সেহজদার আগেই ফুটো হয়ে গেলো।
যাতনার দহনে আমি বড় ক্লান্ত,
দুচোখ লাল হয়ে আছে কেউতো বলেনি।
অমন উদাসী হয়ে বাতায়নে কি দেখ?
আমার জন্য তো এখনো বসন্ত আসেনি।
নিশিভোরে আমার প্রার্থনা কবুল কর,
হে বিধাতা, ক্ষমা কর যদি করি ভুল।
কিছু কথা অব্যক্ত হয়ে ভাসছে পবনে,
সব ঝেড়ে ভাসে যেন অনুকূলতার দুল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ১২/১১/২০১৯সু ন্দ র
-
সাইয়িদ রফিকুল হক ১১/১১/২০১৯কিছু অনুভব।
অনেকদিন পরে। স্বাগতম। -
হাসান ইবনে নজরুল ১১/১১/২০১৯বাংলা কবিতায় এটা পড়লাম মনে হল। ভাল লেগেছে