বর্ষণ মুখর সন্ধ্যায়
শোন কোনো শাড়ি নয়!
শুধুই একটা গাউন পড়ব বলে বানিয়েছি,
মাথায় হিজাব ঠোঁটে হাসি কেবল তোমার জন্যই।
একগুচ্ছ গোলাপের ফুল নিব বলে,
তুমি কুপায় বেঁধে দিবে বেলি ফুল।
এই বর্ষণ ভেজা বিকেলে ক্লান্তি মাড়িয়ে,
দু পেয়ালা রঙ চা যদি কেমন হয় হুম।
চোঁখে কাজল দিয়েছি কেবল তোমার জন্য।
এত কথার প্রেমে তোমায় বেঁধে নিয়েছি।
শুধুই একটা গাউন পড়ব বলে বানিয়েছি,
মাথায় হিজাব ঠোঁটে হাসি কেবল তোমার জন্যই।
একগুচ্ছ গোলাপের ফুল নিব বলে,
তুমি কুপায় বেঁধে দিবে বেলি ফুল।
এই বর্ষণ ভেজা বিকেলে ক্লান্তি মাড়িয়ে,
দু পেয়ালা রঙ চা যদি কেমন হয় হুম।
চোঁখে কাজল দিয়েছি কেবল তোমার জন্য।
এত কথার প্রেমে তোমায় বেঁধে নিয়েছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২১/১০/২০১৯ভাল লাগল
-
শেখ ফারুক হোসেন ১৮/০৭/২০১৯ভালো লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৭/২০১৯বেশ লাগলো।