তুমি বন্ধু
তুমি বন্ধু আমার চিরচেনা,
পথের ও পথিক একি ঘরে।
একি ভাল লাগা মোর হৃদয়ে,
কিছু কথা চোঁখের চাহনির নীড়ে
না বলা রয়ে গেল হায়,
বিদায় বললে শুধু বায়।
ওহে বন্ধু কি বলব এ মায়া,
গহীনে রাখা না যায়।
পবনের খোলা বাতায়নে,
ঝিরঝির বৃষ্টি ঝরছে একা।
যাচ্ছ চলে এ আপন ঘরে,
কবে হবে আবার দেখা।
স্থানঃ মদনমোহন কলেজ
সময়ঃ০৩:২২ বিকেল
পথের ও পথিক একি ঘরে।
একি ভাল লাগা মোর হৃদয়ে,
কিছু কথা চোঁখের চাহনির নীড়ে
না বলা রয়ে গেল হায়,
বিদায় বললে শুধু বায়।
ওহে বন্ধু কি বলব এ মায়া,
গহীনে রাখা না যায়।
পবনের খোলা বাতায়নে,
ঝিরঝির বৃষ্টি ঝরছে একা।
যাচ্ছ চলে এ আপন ঘরে,
কবে হবে আবার দেখা।
স্থানঃ মদনমোহন কলেজ
সময়ঃ০৩:২২ বিকেল
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০৮/০১/২০২০দারুণ
-
স্বপন গায়েন ২৫/১০/২০১৯সু ন্দ র !
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৫/০৭/২০১৯বেশ সুন্দর
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৭/২০১৯ভালো লেগেছে
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১১/০৭/২০১৯ভালো
-
সাইয়িদ রফিকুল হক ১০/০৭/২০১৯বেশ লাগলো।