কারো জন্য
নিজের নামটা বদল বা শেষে যুক্ত করি নি,
কারো জন্য নিজেকে বদলাই নি।
প্রিয় সেই কৃষ্ণচুড়া রাঙা প্রভাতে,
তার হাত ধরে হাটা স্বপ্ন গুলো গুনি।
অমন করে কখনোই কারো দিকে তাকাই নি,
যার চোঁখের জ্বাঁজে পুড়বে এ হৃদয়।
আজের এই ভার্চুয়ালে বিএফ নেই বলে,
অনেকের কাছে হাস্যকর মনে হয়।
ভালবাসা ভুলে যায় বিদেশিনীর চুলে,
শাড়ীর আঁচলের অতলে,ঠোঁটের হাসিতে।
এ কেবল মোহ ছিল একা থাকার জন্য,
আমার কথার প্রেমের প্রেমে পড়তে।
হঠ্যাৎ বলতে এসব পরিস্থিতি বুঝলে,
কারো মনের কষ্টটাও না বুঝতে।
রোজ রোজ বায়না ছিল না আমার,
তুমি সেই বন্ধু ছিলে সবি জানতে।
আকাশে চিঠি পাঠাও তুমি,
আমি যাই নি এই ভেবে খুজঁতে।
সাবালিকার মত অবুঝ কথা ছিল,
চেয়েছি কারো পিতার চোঁখের জল না হতে।
ভালাবেসে ওরা তোমায় পৃথিবীতে এনেছে,
শেষ বয়সে সুখ যদি পায় তোমার হাসিতে।
দেখ, আমি অনেক কিছুই শিখেছি,
মন খারাপের দিনেও কাঁদি নি।
এ কেবলি অনুভতির মায়াজাল,
কারো ট্রেস্কের জন্য অপেক্ষা নি ।
হতো হাসবে মেয়েটা এত বোকা !
তাতে কী বল পথ চলা থামাইনি।
স্মৃতিরা কখনো ভাসে নি মনের পঠে,
যা গিয়েছে চলে তাই হয় তো খুঁজি নি।
কারো জন্য নিজেকে বদলাই নি।
প্রিয় সেই কৃষ্ণচুড়া রাঙা প্রভাতে,
তার হাত ধরে হাটা স্বপ্ন গুলো গুনি।
অমন করে কখনোই কারো দিকে তাকাই নি,
যার চোঁখের জ্বাঁজে পুড়বে এ হৃদয়।
আজের এই ভার্চুয়ালে বিএফ নেই বলে,
অনেকের কাছে হাস্যকর মনে হয়।
ভালবাসা ভুলে যায় বিদেশিনীর চুলে,
শাড়ীর আঁচলের অতলে,ঠোঁটের হাসিতে।
এ কেবল মোহ ছিল একা থাকার জন্য,
আমার কথার প্রেমের প্রেমে পড়তে।
হঠ্যাৎ বলতে এসব পরিস্থিতি বুঝলে,
কারো মনের কষ্টটাও না বুঝতে।
রোজ রোজ বায়না ছিল না আমার,
তুমি সেই বন্ধু ছিলে সবি জানতে।
আকাশে চিঠি পাঠাও তুমি,
আমি যাই নি এই ভেবে খুজঁতে।
সাবালিকার মত অবুঝ কথা ছিল,
চেয়েছি কারো পিতার চোঁখের জল না হতে।
ভালাবেসে ওরা তোমায় পৃথিবীতে এনেছে,
শেষ বয়সে সুখ যদি পায় তোমার হাসিতে।
দেখ, আমি অনেক কিছুই শিখেছি,
মন খারাপের দিনেও কাঁদি নি।
এ কেবলি অনুভতির মায়াজাল,
কারো ট্রেস্কের জন্য অপেক্ষা নি ।
হতো হাসবে মেয়েটা এত বোকা !
তাতে কী বল পথ চলা থামাইনি।
স্মৃতিরা কখনো ভাসে নি মনের পঠে,
যা গিয়েছে চলে তাই হয় তো খুঁজি নি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিশ্বামিত্র ২৩/০৬/২০১৯ভালোবাসার ভাবাবেগে আপ্লুত কবিতা।খুব ভাল।
-
সাইয়িদ রফিকুল হক ২১/০৬/২০১৯ভালো লাগলো।
-
মল্লিকা রায় ২১/০৬/২০১৯হুম । পঢ়লাম খুব ভালো লাগল ।
-
নাসরীন আক্তার রুবি ২০/০৬/২০১৯অসাধারণ প্রকাশ
-
আনাস খান ২০/০৬/২০১৯অসাধারণ