তোমার আপেক্ষায়
তুমি মেঘ হয়ে বর্ষা নামও,
ভিজিয়ে দাও আমার দু,হাত।
সিক্ত কর আনমানে হে প্রিয়.....
পুষ্পের পুঞ্জে ফুটেছে ফুল কত।
প্রজাপ্রতির পাখায় পাখায়,
ছড়িয়ে রংধনু শত দলে।
কানে কানে যায় বলে,
গৌধুলি রাঁঙা এই বিকেলে।
মন আছে তোমার আপেক্ষায়,
একগুচ্ছ গোলাপ হাতে।
সাত সাগর পাড়ি দিয়ে,
তুমি আসবে হাতে হাত রাখতে।
০১/০৬/১৯
রাত ৮:৪২
ভিজিয়ে দাও আমার দু,হাত।
সিক্ত কর আনমানে হে প্রিয়.....
পুষ্পের পুঞ্জে ফুটেছে ফুল কত।
প্রজাপ্রতির পাখায় পাখায়,
ছড়িয়ে রংধনু শত দলে।
কানে কানে যায় বলে,
গৌধুলি রাঁঙা এই বিকেলে।
মন আছে তোমার আপেক্ষায়,
একগুচ্ছ গোলাপ হাতে।
সাত সাগর পাড়ি দিয়ে,
তুমি আসবে হাতে হাত রাখতে।
০১/০৬/১৯
রাত ৮:৪২
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১০/০৬/২০১৯
-
সাইয়িদ রফিকুল হক ০৭/০৬/২০১৯অনেক প্রত্যাশার অপেক্ষা।
কিছু কিছু জায়গায় বানান দেখে নিলে ভাল হয়।
কবিকে ধন্যবাদ।