আগলে রাখে
তার ছোঁয়াতে এই দুপুরে,
ঝরে না বৃষ্টি পড়ে চোখের পলক।
ভাবছ কি আর কত??
হারাব চোখের অলখ।
তার মিষ্টি গালে দুষ্টু হাসি,
আমার মিথ্যে বলা গল্পগুলি।
সে য়ায যে হেসে একটু খেশে,
বুঝবে কখন আমায় বলি।
তার চাহনিতে হৃদয় ভাসে,
রাঙিয়ে রঙধনুতে।
আমার অস্তির সময়টাতে,
আগলে রাখে নিজের সাথে।
ঝরে না বৃষ্টি পড়ে চোখের পলক।
ভাবছ কি আর কত??
হারাব চোখের অলখ।
তার মিষ্টি গালে দুষ্টু হাসি,
আমার মিথ্যে বলা গল্পগুলি।
সে য়ায যে হেসে একটু খেশে,
বুঝবে কখন আমায় বলি।
তার চাহনিতে হৃদয় ভাসে,
রাঙিয়ে রঙধনুতে।
আমার অস্তির সময়টাতে,
আগলে রাখে নিজের সাথে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৭/০৬/২০১৯ভালো লাগা কবিতা
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৬/২০১৯আবেগভরা বাণী।
-
নাসরীন আক্তার রুবি ০২/০৬/২০১৯ভীষণ ভালো লাগলো।