তার ছোঁয়াতে
তোমার গীটারে আমার নামের তারটা ছিঁড়ে গেছে কবে,
তোমার সাদা মনে সাদা শার্টে দাগ পড়েছে দেখ।
শূন্য হৃদয় একলা আছি,সে হাতটি রাখবে ধরে এ খুশিতে,
তোমার চশমা পড়া ফ্রেমে ডুকলা মন কী আর খুঁজ।
চাঁদের আলো যায় না ছোঁয়া আমায় নিয়ে তার স্বপ্ন রাশি,
নিত্য নতুন প্রেমের ছলে তার নয়ন দুটি দেয় যে হাসি।
যায় কি ছাড়া তারে কালো শার্টে জড়ায় ভালবাসা,
আমি তার বাহুতে মাথা রেখে বলব কত ভালবাসি।
আমার অবুজ হৃদয় ভেঙেছিল সেদিন তুমি বুঝতে,
তোমার অবাক করা কথা চিমটি কেটেছিল কোণে।
সেদিন থেকে বুঝেছি, যার মনে যায় না থাকা,
তারে যায় না বাঁধা মনে,রাগ কী মানায় তার সনে?
এখন আমার মধ্যদুপুর সকাল সাজে তার ছোঁয়াতে,
ব্যস্তদিনে লোকুচুরি গল্পে তার প্রেমে ডুব দিতে।
তোমার সাদা মনে সাদা শার্টে দাগ পড়েছে দেখ।
শূন্য হৃদয় একলা আছি,সে হাতটি রাখবে ধরে এ খুশিতে,
তোমার চশমা পড়া ফ্রেমে ডুকলা মন কী আর খুঁজ।
চাঁদের আলো যায় না ছোঁয়া আমায় নিয়ে তার স্বপ্ন রাশি,
নিত্য নতুন প্রেমের ছলে তার নয়ন দুটি দেয় যে হাসি।
যায় কি ছাড়া তারে কালো শার্টে জড়ায় ভালবাসা,
আমি তার বাহুতে মাথা রেখে বলব কত ভালবাসি।
আমার অবুজ হৃদয় ভেঙেছিল সেদিন তুমি বুঝতে,
তোমার অবাক করা কথা চিমটি কেটেছিল কোণে।
সেদিন থেকে বুঝেছি, যার মনে যায় না থাকা,
তারে যায় না বাঁধা মনে,রাগ কী মানায় তার সনে?
এখন আমার মধ্যদুপুর সকাল সাজে তার ছোঁয়াতে,
ব্যস্তদিনে লোকুচুরি গল্পে তার প্রেমে ডুব দিতে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেদওয়ান আহমেদ বর্ণ ১৮/০৭/২০২১ভালো লাগলো
-
হুসাইন দিলাওয়ার ০৫/০৭/২০১৯বাহ.
-
নাসরীন আক্তার রুবি ৩১/০৫/২০১৯চমৎকার লেখা, মন ছুঁয়ে গেলো
-
আবুল বাশার শেখ ৩১/০৫/২০১৯অনন্য একটি লেখা, ভালো লাগলো।