আলসে মেয়ে
ঘুম ভাঙা শীতের সকালে,
কাঁচের জানালায় ধোয়াশা।
দুর থেকে ভেসে আসে,
সুভাষিত ভালবাসা।
কুয়াশায় ডাকা ঘাসে,
কৃষ্ণচুড়া মাড়িয়ে।
র্সদেফ তোমার জামা হাতের ফুল,
হৃদয়ের সব ভালোবাসা জড়িয়ে।
আলসে মেয়ে আমি,
দেখি তোমায় মিটিমিটি চোঁখে।
দাঁড়িয়ে আছ অপেক্ষায়,
দুহাত বাড়িয়ে কাছে পেতে আমাকে।
এমন করে রেখ আমায়,
সারাজীবন তোমার বুকের মাঝে।
তোমার কাধে মাথা দিয়ে,
শুনব আমি তোমার কথার সাজে।
বিশাল সবুজ মাঠের প্রান্তে,
তুমি আমি নিরবে একান্তে।
তোমার লাল দুচোঁখের গভীরে,
ডুব দিব নিজের অজান্তে।
পাশাপাশি দুজনে এই নির্জনে
ডেউ দোলানো এই পুষ্পের পবনে।
হাতে হাত বাড়িয়েছ আমার পানে
তুমি থাক হৃদয়ের খুব গোপনে।
কাঁচের জানালায় ধোয়াশা।
দুর থেকে ভেসে আসে,
সুভাষিত ভালবাসা।
কুয়াশায় ডাকা ঘাসে,
কৃষ্ণচুড়া মাড়িয়ে।
র্সদেফ তোমার জামা হাতের ফুল,
হৃদয়ের সব ভালোবাসা জড়িয়ে।
আলসে মেয়ে আমি,
দেখি তোমায় মিটিমিটি চোঁখে।
দাঁড়িয়ে আছ অপেক্ষায়,
দুহাত বাড়িয়ে কাছে পেতে আমাকে।
এমন করে রেখ আমায়,
সারাজীবন তোমার বুকের মাঝে।
তোমার কাধে মাথা দিয়ে,
শুনব আমি তোমার কথার সাজে।
বিশাল সবুজ মাঠের প্রান্তে,
তুমি আমি নিরবে একান্তে।
তোমার লাল দুচোঁখের গভীরে,
ডুব দিব নিজের অজান্তে।
পাশাপাশি দুজনে এই নির্জনে
ডেউ দোলানো এই পুষ্পের পবনে।
হাতে হাত বাড়িয়েছ আমার পানে
তুমি থাক হৃদয়ের খুব গোপনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৮/০১/২০১৯আলসেমিটা দূর হোক।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০৮/০১/২০১৯দারুণ