বসন্তের খোলা জানালা
ভালবেসে না হয় পর করলে,
আমার উদাসী বিকেল।
পড়বে না মনে কখনো এই ভেবে,
হঠ্যাৎ দাও হৃদয়ে নাড়া সকাল।
বেশ আছ তাই না,
উড়ু চিঠি পাঠিয়ে দিও।
বসন্তের খোলা জানালায় বসে,
আমার কবিতাটা পড়ে নিও।
আমি হয়ত ভাল লিখতে জানি না,
কিন্তু ভালবাসতে জানি।
অজস্র মানুষের ভালবাসা পেয়েছি,
চোখ দুটি চলচল করছে জানি।
এমন বসন্তের বিকেল কাটিয়েছি,
শুধু তোমার অপেক্ষায়।
তুমি নও অন্য কেউ এসে যে,
পূর্ণ করল আমায়।
ও আমার বাঁচার স্পৃহা,
হয়ত ভাববে বাড়িয়ে বলছি।
মোটেই না একবার তো পুড়েছি,
এবার গাটছেঁড়া বেধেছি।
ও বেশ অন্য রকম মানুষ,
বুঝে নিয়েছে সহজে আমায়।
ওর মুক্ত আকাশ প্রতিনিয়ত,
আরো মুগ্ধ করে দোলায়।
আমার উদাসী বিকেল।
পড়বে না মনে কখনো এই ভেবে,
হঠ্যাৎ দাও হৃদয়ে নাড়া সকাল।
বেশ আছ তাই না,
উড়ু চিঠি পাঠিয়ে দিও।
বসন্তের খোলা জানালায় বসে,
আমার কবিতাটা পড়ে নিও।
আমি হয়ত ভাল লিখতে জানি না,
কিন্তু ভালবাসতে জানি।
অজস্র মানুষের ভালবাসা পেয়েছি,
চোখ দুটি চলচল করছে জানি।
এমন বসন্তের বিকেল কাটিয়েছি,
শুধু তোমার অপেক্ষায়।
তুমি নও অন্য কেউ এসে যে,
পূর্ণ করল আমায়।
ও আমার বাঁচার স্পৃহা,
হয়ত ভাববে বাড়িয়ে বলছি।
মোটেই না একবার তো পুড়েছি,
এবার গাটছেঁড়া বেধেছি।
ও বেশ অন্য রকম মানুষ,
বুঝে নিয়েছে সহজে আমায়।
ওর মুক্ত আকাশ প্রতিনিয়ত,
আরো মুগ্ধ করে দোলায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/১১/২০১৮সুন্দর প্রকাশ ...
-
নীল মেঘ ২৭/১১/২০১৮সহজ সরল ভাবে সুন্দর লিখেছেন
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/১১/২০১৮চমৎকার সুন্দর লিখেছেন।