ভেব না
নিজের অজান্তে মন চাইত,
কথা না হোক তবু
তোমায় একটু দেখ হোক।
না পাওয়ার বিরহে পুড়ামন,
এই খুশিতে আকাশ ছোক।
দেখা হবে কখনো কলেজের,
বারান্দায় তোমার রিক্ত মুখ।
তাতে পুষে যেত হৃদয়ের,
যন্ত্রনার সব শোক।
যত দূরে থাক হৃদয়ের গহীনে আছ,
যেথায় নেই হারানোর ভয়।
ভেব না এখন রোজ কলেজে যাই না,
কখনো তোমায় মুখ পেরাতে না হয়।
এ কেবল এমন ভালবাসা,
পেলেও আপন করা যায় না।
না পেলেও পর করা যায় না,
অনুভবে অনুভতি বলা হয় না।
পাড়ি দিব সুদুর বিলেতে
সময়ের তটে ভেসে যাবে পথ।
পড়বে না মনে সময় অসময়ে,
বদলে যাবে দিন থেকে রাত।
কথা না হোক তবু
তোমায় একটু দেখ হোক।
না পাওয়ার বিরহে পুড়ামন,
এই খুশিতে আকাশ ছোক।
দেখা হবে কখনো কলেজের,
বারান্দায় তোমার রিক্ত মুখ।
তাতে পুষে যেত হৃদয়ের,
যন্ত্রনার সব শোক।
যত দূরে থাক হৃদয়ের গহীনে আছ,
যেথায় নেই হারানোর ভয়।
ভেব না এখন রোজ কলেজে যাই না,
কখনো তোমায় মুখ পেরাতে না হয়।
এ কেবল এমন ভালবাসা,
পেলেও আপন করা যায় না।
না পেলেও পর করা যায় না,
অনুভবে অনুভতি বলা হয় না।
পাড়ি দিব সুদুর বিলেতে
সময়ের তটে ভেসে যাবে পথ।
পড়বে না মনে সময় অসময়ে,
বদলে যাবে দিন থেকে রাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৪/১১/২০১৮ভাল লাগল
-
মনিরুজ্জামান/জীবন ১৪/১১/২০১৮চমৎকার শব্দাংশ
-
কালাম হাবিব১ ১৪/১১/২০১৮নাইস!!!
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১১/২০১৮রোম্যান্টিক ভাবনা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৩/১১/২০১৮দারুণ
-
Rabia Onti ১৩/১১/২০১৮ভাল