যখন ছোট ছিলে
"উৎসর্গ আমার মা এবং সব মাকে"
তুমি যখন ছোট ছিলে,
তোমার জুতার ফিতেটা ও
বেধে দিয়েছি আমি।
কোলে নিয়ে হেটেছি,
যখন রাত ভর,
জেগে ছিলে তুমি।
খাবে বলে হাত পুড়িয়েও
তোমার জন্য খিচুড়ি
রান্না করেছি।
হীম শীতের রাতে চাদরে
জড়িয়ে তোমায় বুকে
আগলে রেখেছি।
হাটি হাটি পা পা করে,
যখন স্কুলে গেলে
চুল গুলো গুছিয়ে দিয়েছি।
স্বপ্ন গুলো ছুয়ে বড় হতে লাগলে,
সব জায়গায় তোমাকেই
জড়িয়ে ভেবেছি।
আর সে হল আমার" মা".
তুমি যখন ছোট ছিলে,
তোমার জুতার ফিতেটা ও
বেধে দিয়েছি আমি।
কোলে নিয়ে হেটেছি,
যখন রাত ভর,
জেগে ছিলে তুমি।
খাবে বলে হাত পুড়িয়েও
তোমার জন্য খিচুড়ি
রান্না করেছি।
হীম শীতের রাতে চাদরে
জড়িয়ে তোমায় বুকে
আগলে রেখেছি।
হাটি হাটি পা পা করে,
যখন স্কুলে গেলে
চুল গুলো গুছিয়ে দিয়েছি।
স্বপ্ন গুলো ছুয়ে বড় হতে লাগলে,
সব জায়গায় তোমাকেই
জড়িয়ে ভেবেছি।
আর সে হল আমার" মা".
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুন্সি আব্দুল কাদির ১৫/১২/২০১৮সুন্দর ভাবনা
-
অধীতি ২০/১০/২০১৮সুন্দর উপস্থাপন
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১০/২০১৮সুন্দর ভাবনা।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৯/১০/২০১৮মায়ের ঋণ শোধ হবার নয়।
-
সোলাইমান ১৯/১০/২০১৮আশা আর স্বপ্নই ভালোবাসার মূলশক্তি।যা মায়ের কাছে পাওয়া যায়।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/১০/২০১৮ধন্যবাদ....