দুষ্টু বালিকা
ও তার কাজল কাল চোখ,
শ্যামল গায়ে কাক কাল চুল।
ঠোঁটে তার মায়া হাসি,
যেন চাঁপা লতার ফুল।
দুষ্টূমিতে ভারি সে,
পড়াতেই উড়ু উড়ু মন।
চঞ্চলা দিবসের প্রান্তে,
খেলায় মাতে সারাক্ষণ।
কখন বাজবে ছুটির ঘন্টা,
ছুটে বেড়াবে গায়ে।
মাড়িয়ে যাবে ধুলিকণা,
তার আদুল পায়ে।
শ্যামল গায়ে কাক কাল চুল।
ঠোঁটে তার মায়া হাসি,
যেন চাঁপা লতার ফুল।
দুষ্টূমিতে ভারি সে,
পড়াতেই উড়ু উড়ু মন।
চঞ্চলা দিবসের প্রান্তে,
খেলায় মাতে সারাক্ষণ।
কখন বাজবে ছুটির ঘন্টা,
ছুটে বেড়াবে গায়ে।
মাড়িয়ে যাবে ধুলিকণা,
তার আদুল পায়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১০/১০/২০১৮মিষ্টি বালিকা!