কীসের কমতি ছিল
আমি এত কিছু শোনতে চাই না
কিসের এত কমতি ছিল,
আমার ভুবনে।
কিসের এত সংকোচ ছিল,
ভাসিয়ে দেওয়া পবনে।
না কি সর্বদা একটা উপহাসের
পাত্র রইলাম মাত্র।
বন্ধু ভাবা তো অপরাধ নয়,
তবে কেন এমন হল জীবন ছত্র।
আমি তো চেয়েছি পাশাপাশি হাটতে,
অচেনা জগতে শুধু ছিনতে।
কেমন যেন হয়ে যাচ্ছে সব,
মনে হচ্ছে সব নয় অজান্তে।
ভালবাস পাওয়ার আশায় ,
এখনও বসে থাকি।
আসা হবে কি না জানি না,
তবুও স্বপ্ন বুনে রাখি।
কিসের এত কমতি ছিল,
আমার ভুবনে।
কিসের এত সংকোচ ছিল,
ভাসিয়ে দেওয়া পবনে।
না কি সর্বদা একটা উপহাসের
পাত্র রইলাম মাত্র।
বন্ধু ভাবা তো অপরাধ নয়,
তবে কেন এমন হল জীবন ছত্র।
আমি তো চেয়েছি পাশাপাশি হাটতে,
অচেনা জগতে শুধু ছিনতে।
কেমন যেন হয়ে যাচ্ছে সব,
মনে হচ্ছে সব নয় অজান্তে।
ভালবাস পাওয়ার আশায় ,
এখনও বসে থাকি।
আসা হবে কি না জানি না,
তবুও স্বপ্ন বুনে রাখি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ০৩/০৬/২০১৮আশা আর স্বপ্নই ভালোবাসার মূলশক্তি।
-
সাইদ খোকন নাজিরী ০৩/০৬/২০১৮ভালবাসাকে ভালবাস অর্থে ব্যবহার করেছেন বুঝি ! খুব ভাল লিখেছেন।আবেগের মাদুরী দিয়ে ভরে দিয়েছেন।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ০২/০৬/২০১৮খুব সুন্দর লাগল।
ধন্যবাদ রেখে গেলাম।