যদি হয় দুটু কথা
চৈত্রের এই বিকেলে উদাসী বাতায়নে,
গগন কালো মেঘের আনাগোনা ।
কিছু রংধনু বুনা সুতোয়,
বৈশাখের আমন্ত্রনে রাঙ্গা মোহনা।
যদি হয় দুটু কথা তোমার সাথে,
এই আশায় চলে গেল বসন্তের বাতায়ন।
ও চোখের মায়া মুখের হাসিতে,
স্মৃতি ঘিরে তুমি আসবে ফিরে কখন।
তোমারই কাল র্শাট মনে আছে,
বর্নিল পুষ্পের ডালি পল্লবে যখন।
ভাসালে কেয়া দুর অজানায়,
মনের ও গহীনে চুপিসারে এলে।
বুঝি নি তুমিও ভুলে যাবে ,
আজি গ্রীষ্মের উল্লাসে নব উৎসবে।
মাতে যদি হৃদয় আবেশিত পবনে,
দেখা দিও নয়নের অগোচরে অনুভবে।
সাদা হলদে জড়িয়ে রেখ গায়ে,
আমি না হয় তোমায় দেখব একটু।
এ উড়ু উড়ু চঞলা দিবসে,
কেমন হয়েছ দুষ্টু।
গগন কালো মেঘের আনাগোনা ।
কিছু রংধনু বুনা সুতোয়,
বৈশাখের আমন্ত্রনে রাঙ্গা মোহনা।
যদি হয় দুটু কথা তোমার সাথে,
এই আশায় চলে গেল বসন্তের বাতায়ন।
ও চোখের মায়া মুখের হাসিতে,
স্মৃতি ঘিরে তুমি আসবে ফিরে কখন।
তোমারই কাল র্শাট মনে আছে,
বর্নিল পুষ্পের ডালি পল্লবে যখন।
ভাসালে কেয়া দুর অজানায়,
মনের ও গহীনে চুপিসারে এলে।
বুঝি নি তুমিও ভুলে যাবে ,
আজি গ্রীষ্মের উল্লাসে নব উৎসবে।
মাতে যদি হৃদয় আবেশিত পবনে,
দেখা দিও নয়নের অগোচরে অনুভবে।
সাদা হলদে জড়িয়ে রেখ গায়ে,
আমি না হয় তোমায় দেখব একটু।
এ উড়ু উড়ু চঞলা দিবসে,
কেমন হয়েছ দুষ্টু।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
নাবিক ১৮/০৭/২০১৮চমৎকার ❣️❣️❣️
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৪/২০১৮একটুকরো গল্প।
অনেকদিন পরে দেখলাম। -
মোঃ ফাহাদ আলী ১৪/০৪/২০১৮হৃদয়ের ভাবনা উড়িয়ে দিলাম।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৪/২০১৮অসাধারণ লাগল