হেরে যাই নি
তুমি চলে গেছ বলে,
আমি হেরে যাই নি।
হতাশায় ভ্রান্ত হয়ে,
পথ হারাই নি।
আগের চেয়ে বেশ আছি,
ভালবাসায় আছি।
ব্যস্ততায় রাঙ্গানো দিনে,
মুগ্ধতায় বেঁচে আছি।
ভালবাসতে শিখেছি,
লুকোচুরি প্রেমে পড়েছি।
কবিতার পাতায় পাতায়,
তাকে বলে দিয়েছি।
দুঃসময়ের সাথী হয়ে,
পাশাপাশি চলা।
দুঃখ সুখে ভাল লাগায়,
হৃদয়ের কথা বলা।
আমি হেরেও জিতে গেছি,
মনের উল্লাসে।
তার স্পর্শের ছোয়ায়,
আলোকিত ধরায় বাতাসে।
আমি হেরে যাই নি।
হতাশায় ভ্রান্ত হয়ে,
পথ হারাই নি।
আগের চেয়ে বেশ আছি,
ভালবাসায় আছি।
ব্যস্ততায় রাঙ্গানো দিনে,
মুগ্ধতায় বেঁচে আছি।
ভালবাসতে শিখেছি,
লুকোচুরি প্রেমে পড়েছি।
কবিতার পাতায় পাতায়,
তাকে বলে দিয়েছি।
দুঃসময়ের সাথী হয়ে,
পাশাপাশি চলা।
দুঃখ সুখে ভাল লাগায়,
হৃদয়ের কথা বলা।
আমি হেরেও জিতে গেছি,
মনের উল্লাসে।
তার স্পর্শের ছোয়ায়,
আলোকিত ধরায় বাতাসে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ০৯/০২/২০১৮ঠিক
-
ফয়সাল রহমান ২৫/০১/২০১৮ভালো
-
সাঁঝের তারা ২৪/০১/২০১৮বেশ ভালো
-
শ.ম. শহীদ ২৪/০১/২০১৮সুন্দর...
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৩/০১/২০১৮ভালোবাসা রইল কবি
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০১/২০১৮ভালো লাগলো।
-
মোঃ ফাহাদ আলী ২৩/০১/২০১৮সত্যি ভালো আছি... প্রিয় কবি।
-
আব্দুল হক ২৩/০১/২০১৮মনের কথা!!