ভালবাসি বলে
ভালবাসি বলে
আমি তোমায় করব না
সর্ম্পকের বাক্সে বন্ধি।
এটা কর ওটা কর,
আমার জন্য করব না ফন্দি।
এ যুগের টুনকো প্রেম নয়,
যেথায় রবে স্বর্গীয় টান।
তুমি আমি নিঃশ্বাসে রব,
দুটো দেহে একি প্রাণ,
আমি চাই তুমি জগতটা
নিজের মত করে দেখ।
আর হৃদয়ের অন্তরালে,
আমায় মনে রেখ।
ভালবাস নিজের মত করে,
স্বপ্ন গুলো আগলে।
পাশাপাশি চল বন্ধুর মত,
আমার হাতটি ধরলে।
দুর্গম ঝড়ো হাওয়ার মাঝে,
তোমার সাথী করে।
মনের টানে অনুভবে,
ভালবেসে আপন করে।
ভালবাসি বলে শুধু,
অনন্তকাল কাল তোমায় চাই।
যেথায় থাকবে মায়াময়,
তুমি আমার পৃথিবীটাই।
আমি তোমায় করব না
সর্ম্পকের বাক্সে বন্ধি।
এটা কর ওটা কর,
আমার জন্য করব না ফন্দি।
এ যুগের টুনকো প্রেম নয়,
যেথায় রবে স্বর্গীয় টান।
তুমি আমি নিঃশ্বাসে রব,
দুটো দেহে একি প্রাণ,
আমি চাই তুমি জগতটা
নিজের মত করে দেখ।
আর হৃদয়ের অন্তরালে,
আমায় মনে রেখ।
ভালবাস নিজের মত করে,
স্বপ্ন গুলো আগলে।
পাশাপাশি চল বন্ধুর মত,
আমার হাতটি ধরলে।
দুর্গম ঝড়ো হাওয়ার মাঝে,
তোমার সাথী করে।
মনের টানে অনুভবে,
ভালবেসে আপন করে।
ভালবাসি বলে শুধু,
অনন্তকাল কাল তোমায় চাই।
যেথায় থাকবে মায়াময়,
তুমি আমার পৃথিবীটাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২২/০১/২০১৮অপূর্ব লেখা
-
সাইয়িদ রফিকুল হক ২০/০১/২০১৮ভালো।