ট্রেক্স
অপেক্ষায় আছি,
একটা নোটিফিকেশনের।
কখন যে মোবাইলটা ,
শব্দ করবে।
তোমার দেওয়া ট্রেক্স টা,
স্কীনে ভাসবে।
অপেক্ষায় আছি তোমার,
মনের অজান্তে।
হয় তো ভালই আছ,
তাই থেক দিনান্তে।
একটু খানি প্রশান্তি,
আর ভালবাসা জড়িয়ে।
কথার মাঝে যায়,
না বলা কথা হারিয়ে।
একটা নোটিফিকেশনের।
কখন যে মোবাইলটা ,
শব্দ করবে।
তোমার দেওয়া ট্রেক্স টা,
স্কীনে ভাসবে।
অপেক্ষায় আছি তোমার,
মনের অজান্তে।
হয় তো ভালই আছ,
তাই থেক দিনান্তে।
একটু খানি প্রশান্তি,
আর ভালবাসা জড়িয়ে।
কথার মাঝে যায়,
না বলা কথা হারিয়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুল হক ০৬/০১/২০১৮বেশ ভাবের ,বেশ সুন্দর লিখা! ধন্যবাদ!!
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০১/২০১৮ট্রেক্স আসবে।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/০১/২০১৮ভালো লাগলো বেশ
-
সাঁঝের তারা ০৬/০১/২০১৮সুন্দর
-
সাইফ রুদাদ ০৫/০১/২০১৮মৌলিক প্রেম