বহে হাওয়া
আজি বাতায়নে বহে হাওয়া,
মলয়ের আবিরে।
দুচোখের নীড়ে ভেসে,
কত কথা যায় বহুদুরে।
তব সাধনায় মন হরে,
খুশিতে ভরে।
এ হাওয়ায় পত্র পল্লবে,
ছোয়া লাগে অধরে।
তোমার কথা যেন ভাসে,
গুঞ্জরনে।
দোলা দেয় পবনে,
হৃদয় হরনে।
মলয়ের আবিরে।
দুচোখের নীড়ে ভেসে,
কত কথা যায় বহুদুরে।
তব সাধনায় মন হরে,
খুশিতে ভরে।
এ হাওয়ায় পত্র পল্লবে,
ছোয়া লাগে অধরে।
তোমার কথা যেন ভাসে,
গুঞ্জরনে।
দোলা দেয় পবনে,
হৃদয় হরনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এন আই পারভেজ ২৯/১২/২০১৭অনেক ভাল।
-
সাঁঝের তারা ২৮/১২/২০১৭বেশ
-
সাইয়িদ রফিকুল হক ২৮/১২/২০১৭ভালো লাগলো।
-
কে. পাল ২৮/১২/২০১৭Sundor