শীত এসেছে
কুয়াশার ভিড়ে হেমন্ত নীড়ে,
শীত এসেছে আবার ফিরে।
ঘাসের উপর শিশির ছোঁয়ায়,
সোনালি ধানের ডগায়।
মিটিমিটি জলের কণায়,
রৌদ্র হাসে অরুণ ধরায়।
সবুজ ঘাসের সোনালি মাঠে,
পত্র পল্লবে ফুল ফোটে।
কৃষাণীর মুখের হাসি,
গোলা ভরবে ধানে রাশি রাশি।
শীত এসেছে আবার ফিরে।
ঘাসের উপর শিশির ছোঁয়ায়,
সোনালি ধানের ডগায়।
মিটিমিটি জলের কণায়,
রৌদ্র হাসে অরুণ ধরায়।
সবুজ ঘাসের সোনালি মাঠে,
পত্র পল্লবে ফুল ফোটে।
কৃষাণীর মুখের হাসি,
গোলা ভরবে ধানে রাশি রাশি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সৈকত জানা ৩০/১১/২০১৭সুন্দর
-
সোলাইমান ১৩/১১/২০১৭দারুন ।।।।
শুভকামনা কবি। -
কামরুজ্জামান সাদ ১৩/১১/২০১৭শীতের শুভেচ্ছা কবি
-
আব্দুল হক ১২/১১/২০১৭বেশ ভালো লিখেছেন!!
-
সাঁঝের তারা ১১/১১/২০১৭ভালো
-
সুজয় সরকার ১১/১১/২০১৭শীতকে স্বাগত জানানোর অপূর্ব পন্থা।তবে কয়েকটি শব্দ একটু ঠিক করে নিলে ভালো হয়,যেমন- ছোঁয়ায়,অরুণ।
-
কে. পাল ১১/১১/২০১৭Valo