তোমার ব্যাস্ত দিন
ব্যাস্ত তোমার শহর,
কোলাহলে মুখর অন্তরালে
ভাবনায় কাটে আমার প্রহর।
সত্যি সে যে রঙ ছড়াল,
মনের গহীন অতলে চুপিসারে।
কখন না জানি সে কথা বলে,
কল্পলোকের অজানা ভীড়ে।
তোমার ব্যাস্ত দিন অমলিন,
নিরব রাত্রি কাঁচের জানালা।
আমার স্বপ্ন বুনা প্রহর,
নিত্যদিন তোমার মন ভোলা।
আমার এত বায়না তুমি,
থাক ও পাশে একটা বিকেল।
গৌধুলি বেলা হাটব তোমার
হাতে হাত রেখে হব অতল।
কোলাহলে মুখর অন্তরালে
ভাবনায় কাটে আমার প্রহর।
সত্যি সে যে রঙ ছড়াল,
মনের গহীন অতলে চুপিসারে।
কখন না জানি সে কথা বলে,
কল্পলোকের অজানা ভীড়ে।
তোমার ব্যাস্ত দিন অমলিন,
নিরব রাত্রি কাঁচের জানালা।
আমার স্বপ্ন বুনা প্রহর,
নিত্যদিন তোমার মন ভোলা।
আমার এত বায়না তুমি,
থাক ও পাশে একটা বিকেল।
গৌধুলি বেলা হাটব তোমার
হাতে হাত রেখে হব অতল।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৮/১০/২০১৭যতবার পড়েছি ততবার প্রেমে পড়েছি
-
কে. পাল ২৭/১০/২০১৭valo
-
আজাদ আলী ২৭/১০/২০১৭Besh
-
পিছাবনী{রাধাশ্যাম জানা(রাজ)} ২৭/১০/২০১৭খুব সুন্দর
-
আব্দুল হক ২৭/১০/২০১৭বেশ সুন্দর লিখা তাবেরি!!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/১০/২০১৭ভালো।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/১০/২০১৭ভালো লাগলো।
-
কবিসম্রাট রাধাশ্যাম জানা ২৭/১০/২০১৭সুন্দর