হৃদয় জানে
হোন না সে আশা,
তোমার জন্য স্বপ্ন বোনা।
মায়া জালে অপেক্ষার,
প্রহরে তোমার জন্য দিন গুনা।
বুঝবে কিনা জানি না,
আমি তো এমনি।
কথার পিঠে কথা গুলো,
তোমার জন্য হারায় যেমনি।
পথের সাথে হয়েছে দেখা,
কখনি হয়নি কথা।
হৃদয় জানে সেকি একটুখানি,
কথা বলার আকুলতা।
তোমার জন্য স্বপ্ন বোনা।
মায়া জালে অপেক্ষার,
প্রহরে তোমার জন্য দিন গুনা।
বুঝবে কিনা জানি না,
আমি তো এমনি।
কথার পিঠে কথা গুলো,
তোমার জন্য হারায় যেমনি।
পথের সাথে হয়েছে দেখা,
কখনি হয়নি কথা।
হৃদয় জানে সেকি একটুখানি,
কথা বলার আকুলতা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৯/১০/২০১৭খুব ভালো লিখেছেন
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১০/২০১৭সুন্দর!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/১০/২০১৭ভালো।
-
আজাদ আলী ১৯/১০/২০১৭Bah Sundar hoyeche