এক রজনী
বিষ্ময় আর আগ্রহ ভরা মনে,
এক রজনীতেই হয় না শেষ।
জ্যোৎস্না স্নাত এই রাত,
ভালবাসায় পরিপূর্ণ বেশ।
রয়েছে পড়ে কত দিবস ও,
রজনী জীবনের তীরে।
পারবে কী আমার মাথার,
ছায়া হয়ে থাকতে এই নীড়ে।
কেবলি চেয়েছি,
জগতের সবে আমার ভালবাসা,
তোমার সাথে দেখুক প্রাণ ভরে।
এক রজনীতেই হয় না শেষ।
জ্যোৎস্না স্নাত এই রাত,
ভালবাসায় পরিপূর্ণ বেশ।
রয়েছে পড়ে কত দিবস ও,
রজনী জীবনের তীরে।
পারবে কী আমার মাথার,
ছায়া হয়ে থাকতে এই নীড়ে।
কেবলি চেয়েছি,
জগতের সবে আমার ভালবাসা,
তোমার সাথে দেখুক প্রাণ ভরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ০২/১০/২০১৭Nice a romantic poem .
-
সমির প্রামাণিক ০১/১০/২০১৭ভালোবাসায় ভালো। শুভেচ্ছা কবিকে।
-
মধু মঙ্গল সিনহা ০১/১০/২০১৭চমৎকার, শুভেচ্ছা কবিকে।
-
তাবেরী ০১/১০/২০১৭ধন্যবাদ
-
Tanju H ০১/১০/২০১৭অপূর্ব...শুভেচ্ছা নিরন্তন।