আজব ধরণী
মানুষের পরে কত মানুষ,
জগতে আসে য়ায।
তাহার কী কোনো খবর,
কারো জানা হয়।
কত আজব ধরনী,
হতে জন্ম।
মৃত্যু ছায়ায় বিলিন,
মানুষের অস্তিত্ব।
অবাক হই!
কত ভুলের মাঝে প্রবাহিত,
জীবন ঘূর্ণিচক্র দিয়েছে ডুব।
জগতে আসে য়ায।
তাহার কী কোনো খবর,
কারো জানা হয়।
কত আজব ধরনী,
হতে জন্ম।
মৃত্যু ছায়ায় বিলিন,
মানুষের অস্তিত্ব।
অবাক হই!
কত ভুলের মাঝে প্রবাহিত,
জীবন ঘূর্ণিচক্র দিয়েছে ডুব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২২/১০/২০১৭খুব ভালো
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৮/০৯/২০১৭বেশ সুন্দর শুভভাবনা ।
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৯/২০১৭সুন্দর ভাবনা।
কিন্তু বন্ধু কয়েকটি বানান শুদ্ধ করে দিন: দ্বিতীয় লাইনে ‘যায়’ ৭ম লাইনে ‘মৃত্যু’ আর শেষলাইনে ‘ঘূর্ণিচক্রে’।
শুভকামনা। -
আজাদ আলী ২৭/০৯/২০১৭Good
-
কামরুজ্জামান সাদ ২৭/০৯/২০১৭সুন্দর লেখা