পাথরের নগর
পাথরের নগরে এসেছে কত,
হাতি হাতি যন্ত্র।
ট্র্যাক,মোটর গান আর কত কী,
বানায় নতুন যন্ত্র।
এ শহর ও শহর এ দেশ ও দেশ,
ঘুরে ঘুরে দেখে।
ক্রোধের অনলে পুড়ে যায় কত মানব,
কেউ না দেখে।
হৃদয়ের গহীনে নেই কোনো ভালবাসা,
হয় না কারো প্রতি মায়া।
সন্তানের গায়ের ধোলোয় পিতামাতার,
রক্তের ছায়া।
এ কি শুধু কায়া মনহরি জগত,
বিত্ত আর বিত্তের দ্ধন্ধে।
এ অজস্র শান্ত প্রানের আখিঁ জল,
তুচ্ছ কোনো মন্ধে।
এত প্রান এত লাশের বোজা বইবে,
কোন অশ্রুসিক্ত হাত।
যে বোঝে না তার স্বজন হারানোর ব্যাথা,
নাকি সভ্য জগতের কোনো পাথরের হাত।
হাতি হাতি যন্ত্র।
ট্র্যাক,মোটর গান আর কত কী,
বানায় নতুন যন্ত্র।
এ শহর ও শহর এ দেশ ও দেশ,
ঘুরে ঘুরে দেখে।
ক্রোধের অনলে পুড়ে যায় কত মানব,
কেউ না দেখে।
হৃদয়ের গহীনে নেই কোনো ভালবাসা,
হয় না কারো প্রতি মায়া।
সন্তানের গায়ের ধোলোয় পিতামাতার,
রক্তের ছায়া।
এ কি শুধু কায়া মনহরি জগত,
বিত্ত আর বিত্তের দ্ধন্ধে।
এ অজস্র শান্ত প্রানের আখিঁ জল,
তুচ্ছ কোনো মন্ধে।
এত প্রান এত লাশের বোজা বইবে,
কোন অশ্রুসিক্ত হাত।
যে বোঝে না তার স্বজন হারানোর ব্যাথা,
নাকি সভ্য জগতের কোনো পাথরের হাত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৫/০৯/২০১৭বেশ ভাল ...
-
কামরুজ্জামান সাদ ২৫/০৯/২০১৭স্বাগত কবি।ভাল লিখেছেন।
-
আব্দুল হক ২৫/০৯/২০১৭সুন্দর !!
-
সমির প্রামাণিক ২৪/০৯/২০১৭বেশ ভালো। শুভেচ্ছা জানাই।
-
ফয়েজ উল্লাহ রবি ২৪/০৯/২০১৭সুন্দর লিখেছেন শুভেচ্ছা।
-
আজাদ আলী ২৪/০৯/২০১৭ভালোই লিখেছেন চালিয়ে যান।
-
মুক্তপুরুষ ২৪/০৯/২০১৭সুন্দর