www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমি শুধু চেয়েছি

আমি শুধু চেয়েছি

আমি শুধু চেয়েছি
আমার ছেয়ে একটু বেশিই,
বিধাতাকে স্বরণ কর।

আর সেই আভরণে আমায়
তোমার মাঝে রেখ ঘিরে।

আযান হচ্ছে নামায টা পড়,
আমি পড়তে যাচ্ছি।

আমি চেয়েছি,
            তুমি বল
বিষণ্ণ সংকটে পাশে আছি,
আমি এই তো।

এই যে শোন ও
আমি শুধু চেয়েছি....
তুমি আমার মাথার উপর,
বট বৃক্ষের ছায়া হও।

আনমনে ঘুমিয়ে থাকা,
দুপুরটা রাঙিয়ে দাও ।

আমি চেয়েছি,
       তুমি বল...
এক কাপ চা দাও তো,
এই বিকেলে একটু বেড়িয়ে
আসি চল তো।

অপেক্ষার রিক্ত প্রহরে দুঃখিত,
বলে একটু হেস ও।

মান অভিমানে দুঃখ সুখে,
ভালবাসার সাথী হও।

আমি চেয়েছি,
আমার এই ছন্নছাড়া জীবনটা..
তুমি নিজের মতো ঘুচিয়ে রাখ ও।

কর্ম ব্যস্ত দিবসের সর্বান্তে তুমি,
আমার চোখেচোখ রাখ ও।

একটা ছোট স্বপ্ন,
            আর ভালবাসা।
তোমার পাজরে আমায়,
এ জনমের সাথে পরজনম ও
সাথী করে রেখ ও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একরামুল হক ২০/০৮/২০১৭
    খুব সুন্দর শব্দগুচ্ছের সমষ্টি.....চমৎকার!
  • অনেক ভালোলাগা রেখে গেলাম। ভালো থাকুন।
  • কবি বরাবরের মতই ভাল লিখেছেন।শুভেচ্ছা
  • ফয়েজ উল্লাহ রবি ১৯/০৮/২০১৭
    চেয়েছি আমি সুখে থাকুক মানুষ
    দুঃখ নাহি আসে জীবনে,
    সুখ হাসুক ভাল থাকুক বিশ্ব মানব
    শান্তিতে মিশুক মরণে।

    খুব ভাল লিখেছেন শুভেচ্ছা ধন্যবাদ।।
  • মানবজীবনের এই সুন্দর প্রত্যাশা সার্থক হোক।
    • তাবেরী ১৯/০৮/২০১৭
      সব সয়ম আশীর্বাদ করবেন যেন জীবনের এমন চাওয়া পূর্ণ করেন বিধাতা।
 
Quantcast