অপেক্ষা
ওহে শোন,
কী বলব তোমায়
স্বপ্নে দেখা সেই অচেনা মানুষ।
যার হাত চুয়েছে আমার কপল,
যে মায়ায় পড়েছে মন মানুষ।
তুমি কী সেই মানব?
অরুণাচলের আলো প্রিয়।
আবছায়া নয়নের ছাউনি,
না বলা কথায়।
পড়েছি যে প্রেমে বুঝ না,
কখন হবে যে দেখা বাজবে লহর।
নিশিভোর উদাসী বাতায়নে,
কাটছে তোমার জন্যে অপেক্ষার প্রহর।
কী বলব তোমায়
স্বপ্নে দেখা সেই অচেনা মানুষ।
যার হাত চুয়েছে আমার কপল,
যে মায়ায় পড়েছে মন মানুষ।
তুমি কী সেই মানব?
অরুণাচলের আলো প্রিয়।
আবছায়া নয়নের ছাউনি,
না বলা কথায়।
পড়েছি যে প্রেমে বুঝ না,
কখন হবে যে দেখা বাজবে লহর।
নিশিভোর উদাসী বাতায়নে,
কাটছে তোমার জন্যে অপেক্ষার প্রহর।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২০/০৮/২০১৭খুব ভালো
-
সমির প্রামাণিক ১৮/০৮/২০১৭খুব সুন্দর। শুভেচ্ছা রইলো।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৮/০৮/২০১৭খুব ভালো। আমার শুভেচ্ছা নেবেন।
-
কামরুজ্জামান সাদ ১৮/০৮/২০১৭বেশ
-
সৌরভ তালুকদার ১৮/০৮/২০১৭বাহ, দারুন লিখেছেন