তোমার বন্ধু হব
প্রথম দিনের গল্প হব,
মধ্যরাতের তারা হব।
রাত্রি শেষে তোমার আকাশের,
অরুনাচলের সূর্য হব।
মধ্যদুপুরে বৃষ্টি ফোটায়,
বাদল হাওয়ায় সিক্ত হব।
কৃষ্ণচুড়ায় রাঙা পুষ্পিত,
বাতায়নে তোমার বন্ধু হব।
কাঁটা হেরি পথের বাঁকে ,
চলার সাথী হব।
মধ্যরাতের তারা হব।
রাত্রি শেষে তোমার আকাশের,
অরুনাচলের সূর্য হব।
মধ্যদুপুরে বৃষ্টি ফোটায়,
বাদল হাওয়ায় সিক্ত হব।
কৃষ্ণচুড়ায় রাঙা পুষ্পিত,
বাতায়নে তোমার বন্ধু হব।
কাঁটা হেরি পথের বাঁকে ,
চলার সাথী হব।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ধ্রুবক ২১/০৭/২০১৭সুন্দর লেখা।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২১/০৭/২০১৭সুন্দর।
-
সাঁঝের তারা ২০/০৭/২০১৭ভালো
-
কামরুজ্জামান সাদ ২০/০৭/২০১৭বেশ লিখেছেন
-
মোনালিসা ২০/০৭/২০১৭
-
নাবিক ২০/০৭/২০১৭মন ছুঁয়ে যাওয়া কবিতা 😊