এত আলো
এ আধার ঘর.....,
চন্দ্রালোয় আলোকিত।
প্রভাতের আলোয় রাঙা,
প্রতিদিন সূর্য স্নানে সিক্ত।
তুমি আসবে স্বপ্ন মাখা,
প্রজাপ্রতি হয়ে।
নির্ঘুম রাত্রের তারা দেখে,
একটু হাসি দিয়ে।
রেখ তোমার পাজরে,
বাতায়নে স্নিগ্ধ আদরে..
এত আলোয় ভরে।
চন্দ্রালোয় আলোকিত।
প্রভাতের আলোয় রাঙা,
প্রতিদিন সূর্য স্নানে সিক্ত।
তুমি আসবে স্বপ্ন মাখা,
প্রজাপ্রতি হয়ে।
নির্ঘুম রাত্রের তারা দেখে,
একটু হাসি দিয়ে।
রেখ তোমার পাজরে,
বাতায়নে স্নিগ্ধ আদরে..
এত আলোয় ভরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৭/২০১৭খুব ভালোলাগা রইল।
-
সাইয়িদ রফিকুল হক ১৮/০৭/২০১৭ভালো লাগলো।
কিন্তু বন্ধু, বানানে একটু সতর্ক হতে হবে।
আবার মন খারাপ করবেন না। -
কামরুজ্জামান সাদ ১৮/০৭/২০১৭অনেকদিন পরে আপনার লেখা পেলাম
-
মোনালিসা ১৮/০৭/২০১৭ভালো