চঞ্চলাএই মন
চঞ্চলা এই মন,
উদাসী যখন তোমাতে।
স্বপ্ন ছোঁয়া আশাতে,
তোমারই বদনের মায়াতে।
মুগ্ধতা হেরি পুষ্পের
সুবিত বাতায়নে।
হৃদয়ের পটে ভাসে,
তোমার ছবি আনমনে।
উদাসী যখন তোমাতে।
স্বপ্ন ছোঁয়া আশাতে,
তোমারই বদনের মায়াতে।
মুগ্ধতা হেরি পুষ্পের
সুবিত বাতায়নে।
হৃদয়ের পটে ভাসে,
তোমার ছবি আনমনে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৭/০৭/২০১৭অনেক সুন্দর।।শুভেচ্ছা নিবেন।
-
সাঁঝের তারা ০৭/০৭/২০১৭বেশ
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ০৭/০৭/২০১৭চঞলা > চঞ্চলা
-
দীননাথ মাইতি ০৭/০৭/২০১৭খুব সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৭/২০১৭সুন্দর!