আজি বৃষ্টির ও রাত্রে
আজি বৃষ্টির ও রাত্রে মন ও চায়,
বর্ষণে ভিজতে তোমার সাথে।
অন্তরে লালিত স্বপ্নের মায়া জালে,
ভাসাতে চায় হিয়া তোমাতে।
এ কি বন্ধনে ছড়ালে আলো,
আমার হৃদয় গগনে......।।
মুগ্ধতা হেরি বাতায়ন ভিড়ে,
কুসুম ও কলি দিলে তুলে এনে....।
তোমারই বদনে লেগেছে মায়া,
মনও উঁড়ে উঁড়ে দিশেহারা।
একি চিত্তে মন ও তোমায় চায়,
চঞ্চল ও চপলা পল্লবে হরা।
এ শ্রাবনে যদি কথা কই দু জনে,
শুনবে না কেহ কোলাহলে।
নিরবে যতনে পুষ্পের মলয়ে,
কালো চুলে তোমার মন ও দোলে।
বর্ষণে ভিজতে তোমার সাথে।
অন্তরে লালিত স্বপ্নের মায়া জালে,
ভাসাতে চায় হিয়া তোমাতে।
এ কি বন্ধনে ছড়ালে আলো,
আমার হৃদয় গগনে......।।
মুগ্ধতা হেরি বাতায়ন ভিড়ে,
কুসুম ও কলি দিলে তুলে এনে....।
তোমারই বদনে লেগেছে মায়া,
মনও উঁড়ে উঁড়ে দিশেহারা।
একি চিত্তে মন ও তোমায় চায়,
চঞ্চল ও চপলা পল্লবে হরা।
এ শ্রাবনে যদি কথা কই দু জনে,
শুনবে না কেহ কোলাহলে।
নিরবে যতনে পুষ্পের মলয়ে,
কালো চুলে তোমার মন ও দোলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৬/২০১৭বেশ রোম্যান্টিক।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২২/০৬/২০১৭উপভোগ্য।