www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ও প্রিয়

ওই দুটি লাল চোখ কালো ফ্রেমে বাঁধা,
মনের ও গহীনে ভালবাসায় রাঙা।
হৃদয়ের সব কথা লিখেছি হলুদ খামে,
মজেছে মন তোমারই প্রেমের রঙে।
ও প্রিয় একোন মুগ্ধতা ভরে জড়ালে মায়া,
নিশিদিন হয় যে ভোর তোমারি ভাবনায়।
রাগি মুখে তোমায় লাগে মিষ্টি ভারি,
ও প্রিয় তোমার সাথে দেবনা কখনও আড়ি।
জোছনা মাখা রাতে রাখ হাতে হাতে,
এ বন্ধনে বেঁধে চিরদিনি থেক সাথে।
মরনেরও পরে পাই যেন তোমার ছায়া,
ভালবেসে রেখ হৃদয়ে ঐপারেও ।
যেন আবার ভালবাসি তোমায়,
এক সাথে রই দুজনে।
ও প্রিয় আমি তোমার হতে চাই,
মন ভরে প্রার্থনা কর বিধাতা কাছে তাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ তো!
  • Abdullah Al Mamun ১৫/০৬/২০১৭
    Valo hoyeche
  • এম,এ,মতিন ১৫/০৬/২০১৭
    সুন্দর নান্দনিক প্রকাশ!
  • ভালোলাগা ইল।
    • তাবেরী ১৫/০৬/২০১৭
      অসংখ্য শুভেচ্ছা কবিকে।
  • বাধা > বাঁধা
    কাল > কালো
 
Quantcast