www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমায় ভেবে

তোমায় ভেবে পার করেছি কত দিবসও রজনী,
বিনিদ্র আঁখির স্বপ্নে রাঙিয়ে বুনেছি আশা।
তারি পিছে বাড়িয়েছি তোমার মায়া,
কত দিবস যাব ভেবে তোমার এই ভালবাসা।
মনও মোর অগুরে করছে অপেক্ষা,
অচেতনতার অলখে কতকিছু সাজে।
স্বপ্নলোকে তার আসা যাওয়া রহে।
লুকোচুরি কল্পকথা হৃদয়ের কিছু ব্যাথা,
তার সাথে সারাক্ষণ যায়  বহে।
অভিমান দেয় উঁকি,পড়ে রয় কিছু কথা।
দক্ষিণ বাতায়ন অরুণাচলে রাঙায়,
তোমারি স্পর্শে জীবনও আমার ভরবে আলোয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনবদ্য
  • সাঁঝের তারা ২৫/০৪/২০১৭
    ভাল লাগলো!
  • অনবদ্য। শুভেচ্ছা।
  • উন্নত থিম !
    • তাবেরী ২৫/০৪/২০১৭
      শুভেচ্ছা রইল,ভাল থাকবেন।
  • বেশ সুন্দর ভাবনা।
    কিন্তু ‘অগুরে’ মানে কী? আর ‘অলঁখে’ চন্দ্রবিন্দু কেন?
    শুভকামনা বন্ধু।
    • তাবেরী ২৫/০৪/২০১৭
      অগুরে, বলতে আমাদের সিলেটের গ্রামীণ ভাষায় বিষণ বা প্রবল বুঝায়।শুভেচ্ছা আপনাকেও উৎসাহিত করার জন্য।
  • সোহেল রানা আশিক ২৫/০৪/২০১৭
    দারুন লেখা
  • পরশ ২৫/০৪/২০১৭
    ভাল
    • তাবেরী ২৫/০৪/২০১৭
      আপনাদের ভাল লাগা আমার লিখার স্বার্থকতা।শুভেচ্ছা রইল।
 
Quantcast