তুমি এসো
তুমি বৃষ্টি হয়ে এসো....
চৈত্রের শেষে বৈশাখের দুপুরে।
প্রচন্ড খরায় শুষ্কতায় ভরা,
দিবস রজনী ভরা আদুরে।
মেঘের দলে পুকুরের জলে,
তপ্ত দুপুরে শীতল হয়ে।
তমালের পত্রে পুষ্পের
পাপড়ি মাধুর্য হয়ে।
তুমি এসো, নব সাজে,
উচ্ছ্বাসের প্রাণে দিপ্ত কিরণে।
প্রভাতের আলোয় রাঙা,
স্নিগ্ধ বাতায়নে।
চৈত্রের শেষে বৈশাখের দুপুরে।
প্রচন্ড খরায় শুষ্কতায় ভরা,
দিবস রজনী ভরা আদুরে।
মেঘের দলে পুকুরের জলে,
তপ্ত দুপুরে শীতল হয়ে।
তমালের পত্রে পুষ্পের
পাপড়ি মাধুর্য হয়ে।
তুমি এসো, নব সাজে,
উচ্ছ্বাসের প্রাণে দিপ্ত কিরণে।
প্রভাতের আলোয় রাঙা,
স্নিগ্ধ বাতায়নে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহারিয়ার ইমন ০৭/০৫/২০১৭খুবই চমতকার লাগল
-
০।।০ ২০/০৪/২০১৭খুবই সুন্দর লিখন ।। শুভ কামনা নিরন্তর...
-
সাঁঝের তারা ১৯/০৪/২০১৭ভাল লাগল।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৯/০৪/২০১৭ভালো। শুভেচ্ছা।
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৪/২০১৭চমৎকার উচ্ছ্বাস!
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/০৪/২০১৭হ্যাঁ, কবিবর,
আজ এসেছিল সে
বৃষ্টিস্নাত কবিতা হয়ে। -
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৯/০৪/২০১৭আপনার পক্ষ থেকে জানাই সকল বন্ধুদেরকে বৃষ্টিস্নাত শুভেচ্ছা।
-
খায়রুল আহসান ১৯/০৪/২০১৭আপনার কবিতার মর্মবাণী মনে হয় মেঘদূতের কাছে পৌঁছে গেছে। তাই আজ এই বৈ্শাখী সন্ধ্যায় ঢাকায় বেশ এক পশলা স্বস্তিদায়ক বৃ্ষ্টি হয়ে গেল!
কবিতা ভাল লেগেছে। -
পরশ ১৯/০৪/২০১৭দারুন
-
মধু মঙ্গল সিনহা ১৯/০৪/২০১৭ভালো।