মুচকি হাসও
তোমার ঐ গাল ভরতি দাড়ি,
লাগছে বিষণ ভারি।
মুচকি হাসও আমার পানে,
চেয়ে দুষ্টু হয়েছ খুব করি।
মনে যে আজ রড়ই মায়া,
তোমারই ছোট্ট কথায় বাঁধল বাসা।
আপন করে রাখবে পাশে,
জীবনেরই ছোট্ট ভালবাসা!
লাগছে বিষণ ভারি।
মুচকি হাসও আমার পানে,
চেয়ে দুষ্টু হয়েছ খুব করি।
মনে যে আজ রড়ই মায়া,
তোমারই ছোট্ট কথায় বাঁধল বাসা।
আপন করে রাখবে পাশে,
জীবনেরই ছোট্ট ভালবাসা!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোহাম্মদ সফিউল হক ১৩/০৪/২০১৭ভালবাসা !
-
জয় নারায়ণ ভট্টাচার্য্য ১১/০৪/২০১৭বাঃ
-
মধু মঙ্গল সিনহা ১১/০৪/২০১৭অসংখ্য শুভেচ্ছা কবিকে।