শ্রাবণও দিনে
আজি মেঘের শ্রাবণও দিনে,
জলে থৈ থৈ প্লাবনে।
খাল বিল পুকুর ডোবা,
গিয়েছে ভরে সব জমি জমা।
একাধারে ঝিরঝির বৃষ্টি বয়,
নেই কোনা দাড়ি কমা।
ঝড়ো বর্ষনে ভিজিয়েছে,
ঘরের কোণ,গাঁয়ের জামা।
রাস্তার কাঁদা মাখা জল,
মাড়িয়েছে খোকাখোকির দল।
ব্যস্ত মানুষের ছুটে চলা,
শখের বসে জেলের মত।
বড় ভাই মাছ ধরেন,
ঘোলা জলে ব্যঙ ডাকে নিজের মত।
জলে থৈ থৈ প্লাবনে।
খাল বিল পুকুর ডোবা,
গিয়েছে ভরে সব জমি জমা।
একাধারে ঝিরঝির বৃষ্টি বয়,
নেই কোনা দাড়ি কমা।
ঝড়ো বর্ষনে ভিজিয়েছে,
ঘরের কোণ,গাঁয়ের জামা।
রাস্তার কাঁদা মাখা জল,
মাড়িয়েছে খোকাখোকির দল।
ব্যস্ত মানুষের ছুটে চলা,
শখের বসে জেলের মত।
বড় ভাই মাছ ধরেন,
ঘোলা জলে ব্যঙ ডাকে নিজের মত।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৮/০৪/২০১৭দারুন লেখা
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৬/০৪/২০১৭valo vabna
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০২/০৪/২০১৭বাহ।।।ছুয়েগেল
-
সাইয়িদ রফিকুল হক ০১/০৪/২০১৭ভালো।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ০১/০৪/২০১৭ওহ!
দারুণ এক কম্পোজিশন
উন্নত থিম আর ভাবনার সংমিশ্রন -
মোনালিসা ০১/০৪/২০১৭দারুন