তরুণ প্রেমালাপ
চন্দ্রীমা রাত্র!
পাশে তোমার হাত।
দেখছ কি আনমনে,হুম!
ভাবনার অলখে দিয়েছ জল।
তাই নাকি! কি ভাব এত?
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
এ আর নতুন কি?
তুমি আমি পাশাপশি হাটব,
সিগ্ধ ঘাসের উপর।
একটু চিমটি কাটব,
তোমার হাতে হাত রাখব।
কুনশুটি বাঁধিয়ে দেব সব,
সময় তোমার লাল ললাটের ভাজে।
বাহ!সাহস আছে দেখি।
রিক্ত চোখ ঠিকি বুঝবে,
ভালবাসা মেলবন্ধন রয়েছে
হৃদয় জোড়ায় কত খানি।
মলয়ে মৃদু সুবিত গন্ধ
বেলি ফুলের চাপায় ভরা।
দেখত ও তারা গুলো কেমন
উজ্জল হয়ে আছে।
তোমার ঐ এলো কেশ,
দুলছে বেশ!
দরজার চিঁটকিরি টা খুলে বাহিরে,
গিয়ে বস না একটু। কথা আছে!
মোটুফোনে কী কথা আবার এত?
দুর চাই,বড়ই গাদা তুমি!
চাঁদ সাথে তোমার সাথে করব না হয়,
মুখ বাকিয়ে ঝগড়া! আবার চুপ।
তো কী চেঁচিয়ে বলব!
আমি তোমায় ভালবাসি প্রিয়া।
ধ্যত আস্ত একটা অপর্দাথ!
দেখদেখি এখনো হয়নি বলা,
তোমার জন্য রয়েছে সারপ্রাইজ!
কী সেটা বল শুনি না এখন,
বাদর মুখী পেঁচি তুমি!
কী বললে তুমি আমায় পেঁচি।
তাই তো একখানা নামি বটে!
দাঁত কিটকিট কাটে রাগের চটে,
দেখবে কত মজা,
তোর গাড়ের রগ চিড়ব আছে যটা।
রাক্ষুস নাকি! এমন বলছিস যে,
আজকে নেই আর কোনো কথা,
দিলাম বেকআপ।
কখনওই বলবি না আর কথা!
এই কী ছিল তুমার আমার কনিক?
প্রেমালাপ! জ্যোছনা রাত্রে,
আবেগের রোদ বৃষ্টি ঝড়ে গেল থেমে।
ভেতরটা তাই একটু নড়েচড়ে,
একি ফোন টা দেখি আবার কাঁপে
কী কর, কী করব আবার!
পাশে থাকাও দেখি!
ভুভুত! হা হা আমি দেখ তো পাঁখি!
পাশে তোমার হাত।
দেখছ কি আনমনে,হুম!
ভাবনার অলখে দিয়েছ জল।
তাই নাকি! কি ভাব এত?
তোমায় নিয়ে স্বপ্ন দেখি,
এ আর নতুন কি?
তুমি আমি পাশাপশি হাটব,
সিগ্ধ ঘাসের উপর।
একটু চিমটি কাটব,
তোমার হাতে হাত রাখব।
কুনশুটি বাঁধিয়ে দেব সব,
সময় তোমার লাল ললাটের ভাজে।
বাহ!সাহস আছে দেখি।
রিক্ত চোখ ঠিকি বুঝবে,
ভালবাসা মেলবন্ধন রয়েছে
হৃদয় জোড়ায় কত খানি।
মলয়ে মৃদু সুবিত গন্ধ
বেলি ফুলের চাপায় ভরা।
দেখত ও তারা গুলো কেমন
উজ্জল হয়ে আছে।
তোমার ঐ এলো কেশ,
দুলছে বেশ!
দরজার চিঁটকিরি টা খুলে বাহিরে,
গিয়ে বস না একটু। কথা আছে!
মোটুফোনে কী কথা আবার এত?
দুর চাই,বড়ই গাদা তুমি!
চাঁদ সাথে তোমার সাথে করব না হয়,
মুখ বাকিয়ে ঝগড়া! আবার চুপ।
তো কী চেঁচিয়ে বলব!
আমি তোমায় ভালবাসি প্রিয়া।
ধ্যত আস্ত একটা অপর্দাথ!
দেখদেখি এখনো হয়নি বলা,
তোমার জন্য রয়েছে সারপ্রাইজ!
কী সেটা বল শুনি না এখন,
বাদর মুখী পেঁচি তুমি!
কী বললে তুমি আমায় পেঁচি।
তাই তো একখানা নামি বটে!
দাঁত কিটকিট কাটে রাগের চটে,
দেখবে কত মজা,
তোর গাড়ের রগ চিড়ব আছে যটা।
রাক্ষুস নাকি! এমন বলছিস যে,
আজকে নেই আর কোনো কথা,
দিলাম বেকআপ।
কখনওই বলবি না আর কথা!
এই কী ছিল তুমার আমার কনিক?
প্রেমালাপ! জ্যোছনা রাত্রে,
আবেগের রোদ বৃষ্টি ঝড়ে গেল থেমে।
ভেতরটা তাই একটু নড়েচড়ে,
একি ফোন টা দেখি আবার কাঁপে
কী কর, কী করব আবার!
পাশে থাকাও দেখি!
ভুভুত! হা হা আমি দেখ তো পাঁখি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহারিয়ার ইমন ৩০/০৩/২০১৭রোমাঞ্চ ভরা কবিতা খানি
-
মোনালিসা ২৮/০৩/২০১৭অসাধারন
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৮/০৩/২০১৭আমি দেখতে পেলাম। শুভেচ্ছা প্রিয়। ভালো থাকুন।