তবুও ভাল থেক
কুয়াশার শিশির ভেজা প্রহর,
নিদ্রাহীন রাত্রি ।
নিঃশ্বাসের ধোয়া ভাসে কথার মাঝে,
তারাদের বহরের যাএী।
ভাল থেক,স্বপ্নিল চাওয়া নিয়ে,
অদ্ভুদ সব ঐশী লোকের নন্দন ।
মহীর গহরে গড়ে আর নিভে,
কত প্রানের স্পন্দন।
বাতায়নের ভাবনায় উন্মুক
সকলি আঁখি বালুকায় ডাঁকা,
অচেনা এই সরু পথে,
কত বাহারি কাঁটা মুখর আঁকা।
হৃদয় ভেদ করে ঝরে বর্ষন,
কঁচি মুখে রাঙ্গা প্লাবন।
এ মর্ম বেদনায় কার দাগকাটবে,
চাপা পরা মোহনার বাঁধন।
আজব জগৎ দিবস বেধ করি,
রজনী পার হয় নানা সংকটে।
তবুও বালুকায় দুরাশায় বাঁধে
স্বপ্ন জীবন চলার তটে।
নিদ্রাহীন রাত্রি ।
নিঃশ্বাসের ধোয়া ভাসে কথার মাঝে,
তারাদের বহরের যাএী।
ভাল থেক,স্বপ্নিল চাওয়া নিয়ে,
অদ্ভুদ সব ঐশী লোকের নন্দন ।
মহীর গহরে গড়ে আর নিভে,
কত প্রানের স্পন্দন।
বাতায়নের ভাবনায় উন্মুক
সকলি আঁখি বালুকায় ডাঁকা,
অচেনা এই সরু পথে,
কত বাহারি কাঁটা মুখর আঁকা।
হৃদয় ভেদ করে ঝরে বর্ষন,
কঁচি মুখে রাঙ্গা প্লাবন।
এ মর্ম বেদনায় কার দাগকাটবে,
চাপা পরা মোহনার বাঁধন।
আজব জগৎ দিবস বেধ করি,
রজনী পার হয় নানা সংকটে।
তবুও বালুকায় দুরাশায় বাঁধে
স্বপ্ন জীবন চলার তটে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবিসম্রাট রাধাশ্যাম জানা ২৭/০৩/২০১৭খুব সুন্দর....।
-
মেহেদী হাসান (নয়ন) ২৬/০৩/২০১৭খুব ভাল লিখছেন কবি...
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৬/০৩/২০১৭ভালো। কিন্তু বানানে নজর দিতে হবে।
-
সাইয়িদ রফিকুল হক ২৬/০৩/২০১৭ভালো। কিন্তু বন্ধু কিছু শব্দ বুঝতে পারিনি।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ২৬/০৩/২০১৭::কুয়াশার শিশির ভেজা প্রহর
নিদ্রাহীন রাত্রি:::
চমৎকার সূচনা
ধন্যবাদ