রাখবে কথাটা নীলাদ্রা
নীলাদ্রা
কাব্য কথকের মনের সাথে রঙ হবে,
আকাশ ছিঁড়ে একটু খানি নীলের ভিড়ে
মেঘ হয়ে উঁকি দেবে।
আমি যে দেখব,একটু গল্প না হয় কর
মনে যে আজ বিষণ্ণতা।
রাখবে আমার কথা!এত ভেব না।
এমন কি আর বলব?
গাছ থেকে পত্র ঝরে, নুনাজলে
নদী ভরে কেন বলতে পার?
শোন এ সব না ভাল্লা গেনা,
আমায় একটু, মুক্ত হাওয়া দিবে,
রোদ্র মাখা শিশির ভেজা ভোর দিবে।
দ্ধন্ধহীনা কোলাহল,
আর ঐ গৌধুলি বেলার বাতাস।
সাথে ঘরের চাঁলের উপর,
আধখানা বাঁকা চাঁদ।
তোমার কুলে মাথা শুয়ে,
আমি প্রশান্তিতে নিদ্রা করব পার।
গুম ঘোর বড্ড আমি,
ভেজায় আলসে পাজি তুমি।
কোনো কথাও রয় না মনে,
তাই দিলাম আঁড়ি।
দেখব কেমন থাক একা ভারি।
কাব্য কথকের মনের সাথে রঙ হবে,
আকাশ ছিঁড়ে একটু খানি নীলের ভিড়ে
মেঘ হয়ে উঁকি দেবে।
আমি যে দেখব,একটু গল্প না হয় কর
মনে যে আজ বিষণ্ণতা।
রাখবে আমার কথা!এত ভেব না।
এমন কি আর বলব?
গাছ থেকে পত্র ঝরে, নুনাজলে
নদী ভরে কেন বলতে পার?
শোন এ সব না ভাল্লা গেনা,
আমায় একটু, মুক্ত হাওয়া দিবে,
রোদ্র মাখা শিশির ভেজা ভোর দিবে।
দ্ধন্ধহীনা কোলাহল,
আর ঐ গৌধুলি বেলার বাতাস।
সাথে ঘরের চাঁলের উপর,
আধখানা বাঁকা চাঁদ।
তোমার কুলে মাথা শুয়ে,
আমি প্রশান্তিতে নিদ্রা করব পার।
গুম ঘোর বড্ড আমি,
ভেজায় আলসে পাজি তুমি।
কোনো কথাও রয় না মনে,
তাই দিলাম আঁড়ি।
দেখব কেমন থাক একা ভারি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৭/০৩/২০১৭বেশ রোম্যান্টিক!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ২৭/০৩/২০১৭দারুন! ভালো থাকুন।