www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মায়াবিনী

১৭/০৩/১৭
মায়াবিনী
প্রভাতের গুঞ্জনে,
সূর্যের আমন্ত্রণে।
সোনালি আভায়,
তোমায় মুগ্ধতা হরায়।
কাঁজল কালো আঁখি,
দীর্ঘল চুলে।
সুবিত পবনের হাওয়ায়,
হাতের কাঁকন দোলে।
সিগ্ধতা ভরে,
মায়া ঘিরে.......।
বলা হয় নি,
ও সে মায়াবিনী ।
কত কথার মাঝে,
স্বপ্ন ছুয়ে রঙ মাখে।
অগোচরে সাদা মেঘের নীলে,
হৃদয় যে তার ছবি আঁকে।
আজও হয়নি জানা,
তার এত মানা।
রোদ্র হাসির তটে,
ভাসে মনের পঠে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • যাদব চৌধুুরী ৩১/০৩/২০১৭
    এই জগত জীবন সত্যি এক মায়া l আভাস পাই, কিন্তু নাগাল পাই না l সৌন্দর্য কণামাত্র দর্শন দেয়, মনের অগোচরে তার স্বপ্ন দেখি, কিন্তু জ্ঞানের জগতে সূর্যালোকে তা মুগ্ধতা হারায় l অধরা এই সৌন্দর্যকে কবিতায় বাঁধার চেষ্টা চিরকালীন l কাজলকালো আঁখি, দীঘল চুল, দোলায়মান হাতের কাঁকন - সৌন্দর্য কত বিচিত্র বেশে মনে হয় যেন ধরা দিলো l কিন্ত সে তো একটা ভ্রম l প্রকৃত সৌন্দর্য হলো মায়া, মায়াবিনী l
    কবিতাটা পড়ে এই অনুভূতি ও বোধ জেগেছে l একটা ভালো লাগার অনুভব হয়েছে l কবিকে ধন্যবাদ এরকম এক মনোরম বিষয়কে কবিতায় ধরার প্রচেষ্টা করবার জন্য l
    • তাবেরী ০১/০৪/২০১৭
      শুভেচ্ছা কবিকে,আপনাদের ভালা লাগাই কবির কবিতার স্বার্থকতা।পাশে থাকবেন কবি।
  • বিদ্রোহী শিহাব ২২/০৩/২০১৭
    বাহ্ অনিন্দ্য কবিতা...
  • সুন্দর লিখেছেন
  • অনবদ্য। শুভেচ্ছা।
  • চমৎকার

    বন্ধু!!!!!!!!!!
    • তাবেরী ১৮/০৩/২০১৭
      শুভেচ্ছা রইল কবি।
  • রাশেদ খাঁন ১৮/০৩/২০১৭
    বলা হয়নি?
  • রাবেয়া মৌসুমী ১৮/০৩/২০১৭
    চমক আছে কবিতায়,শুভ কামনা।
 
Quantcast