শৈশব
১২/১২/১২
গেছে চলে অনেক দিন পেছনে,
কবে কার সবুজ মাঠের কথা।
ধানের সরু পথে হেলে দুলে চলা,
মুখে আঙ্গুল হাতে ফরগের ফিতা।
কোন এক সকালে দাদীর কুলে বসে,
মায়ের হাতের পিঠাপুলি খাওয়া।
শিশির ভেজা ঘাস মাড়িয়ে,
সকাল বেলা মকতবে যাওয়া।
সেই পাঠশালা ফাঁকি দেওয়া,
পুতুল আর কানামাছি খেলা।
বটের ছায়ায় পথিকের বসা,
সোল্লাসে সারাদিনের ছুটে চলা।
বাড়ির পেছন পুকুরের পাড়ে,
সন্ধ্যা গনানো কোনো সূযার্স্ত।
এখন যে তা অট্টালিকার মুখর,
কোলাহলের বিলিনতায় ব্যাস্ত।
সময়ের তটে সবি বদলেছে বদলেনি,
শুধু শৈশবের ঐ মুখর স্মৃতি।
জীবনের অন্তরালে রেখে যায় যে,
তার বিমোহিত চারনের প্রীতি।
গেছে চলে অনেক দিন পেছনে,
কবে কার সবুজ মাঠের কথা।
ধানের সরু পথে হেলে দুলে চলা,
মুখে আঙ্গুল হাতে ফরগের ফিতা।
কোন এক সকালে দাদীর কুলে বসে,
মায়ের হাতের পিঠাপুলি খাওয়া।
শিশির ভেজা ঘাস মাড়িয়ে,
সকাল বেলা মকতবে যাওয়া।
সেই পাঠশালা ফাঁকি দেওয়া,
পুতুল আর কানামাছি খেলা।
বটের ছায়ায় পথিকের বসা,
সোল্লাসে সারাদিনের ছুটে চলা।
বাড়ির পেছন পুকুরের পাড়ে,
সন্ধ্যা গনানো কোনো সূযার্স্ত।
এখন যে তা অট্টালিকার মুখর,
কোলাহলের বিলিনতায় ব্যাস্ত।
সময়ের তটে সবি বদলেছে বদলেনি,
শুধু শৈশবের ঐ মুখর স্মৃতি।
জীবনের অন্তরালে রেখে যায় যে,
তার বিমোহিত চারনের প্রীতি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৭/০৩/২০১৭ধন্যবাদ সবাইকে , শুভেচ্ছা অনেক।
-
অস্পষ্ট ছবি ১৭/০৩/২০১৭সোনালী সেই শৈশব স্মৃতি, আহ! মধুময়। শু্ভেচ্ছা কবিকে।
-
রাবেয়া মৌসুমী ১৬/০৩/২০১৭সত্যি ৈশশব বড়ই মধুময়।খুভ ভাল লাগলো..
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৩/২০১৭বেশ শৈশবস্মৃতি।
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭স্মৃতিচারণমূলক গীতি কবিতা।
কবিতায় কবি শৈশব এবং প্রকৃতির প্রতি অপরুপ প্রেমের নিদর্শন রেখেছেন।
সত্যিই মানবতাবোধে উদ্বুদ্ধ কবিকে জানাই শুভেচ্ছা। -
মোনালিসা ১৬/০৩/২০১৭হুম্ম...
-
রবিউল হাসান ১৬/০৩/২০১৭শৈশবের দিনগুলো আসলে ভুলার নয়।
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৬/০৩/২০১৭অনেক ভালোলাগা রইল।