পরবাসি হিয়া
সিক্ত লাল চোখের চাওনির ভাজে,
বুঝেছ কী আছে??
শান্ত দীঘির জলের মায়া,
সব ভেসে যাবে জেনেও একোন
কায়ার নেশা বাধল আপন গৃহে??
অনলে দাহ্যের পাছে ।।
তোমায় ভেবে বিশ্বাসী হিয়া
ডুবেছে অতল চোখের ভাষাতে,
ও সে ছোট স্বপ্ন বুনে।।
ভেতর বাহির কোনখানে নিজ আবাস,
গড়েছ মনের বিনয় সাথে,
যে জন জানার সে তো জানে ।।
মনও তাই পরবাসি,
তোমার মায়া মোহ রিক্ত,
কেবলি বাজায় প্রলয়ের বাঁশি।।
তুমি ও ভাসবে দহনের
কমল স্রোতে গহীন এ প্রলয়ে,
সখ্য জুড়ায়ে ভালবাসি।
বুঝেছ কী আছে??
শান্ত দীঘির জলের মায়া,
সব ভেসে যাবে জেনেও একোন
কায়ার নেশা বাধল আপন গৃহে??
অনলে দাহ্যের পাছে ।।
তোমায় ভেবে বিশ্বাসী হিয়া
ডুবেছে অতল চোখের ভাষাতে,
ও সে ছোট স্বপ্ন বুনে।।
ভেতর বাহির কোনখানে নিজ আবাস,
গড়েছ মনের বিনয় সাথে,
যে জন জানার সে তো জানে ।।
মনও তাই পরবাসি,
তোমার মায়া মোহ রিক্ত,
কেবলি বাজায় প্রলয়ের বাঁশি।।
তুমি ও ভাসবে দহনের
কমল স্রোতে গহীন এ প্রলয়ে,
সখ্য জুড়ায়ে ভালবাসি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।