রক্ত রঞ্জিত পাজর
রক্ত রঞ্জিত পাজর
এক মায়ের অশ্র নীড়ে ডেউ,
আরেক মায়ের রিক্ত চোখ,
ঘৃণা সন্তানের কর্ম কাহনে,
বাবার কাঁঁধে সন্তানের লাশ।।
ভাইয়ের হাতের কাঁঁচা মাটি,
দিল বোনের কবরে,বোনের স্নেহ ঝরতেই,এগোর
কাটতে না কাটতে খাঁঁ খাঁ হল অন্য,
পাজরের লালিত স্বপ্নের বসবাস।
লাল ফিতার দৌরাত্ন্যে ন্যায়ের বলি,
আর কত প্রান দেবে রক্ত,
প্রনয়ের মোহে রিক্ত অনলে -------!!
আর কত প্রান ঝরবে ক্ষমতার,
নিকস কালো দাবানলে।।
গুমরে ওঠা মন কী শুধুই প্রত্যাশী ??
রাস্তার শ্লোগান আর মিছিলের বাঁশি !!
পত্রিকার বিজ্ঞাপন এইটুকুতেই আছি,
সেই বোঝে যে হারিয়ে আপন মুখ,
ভিড়ের মাঝে খুঁজে পাবে বলে ।
এক মায়ের অশ্র নীড়ে ডেউ,
আরেক মায়ের রিক্ত চোখ,
ঘৃণা সন্তানের কর্ম কাহনে,
বাবার কাঁঁধে সন্তানের লাশ।।
ভাইয়ের হাতের কাঁঁচা মাটি,
দিল বোনের কবরে,বোনের স্নেহ ঝরতেই,এগোর
কাটতে না কাটতে খাঁঁ খাঁ হল অন্য,
পাজরের লালিত স্বপ্নের বসবাস।
লাল ফিতার দৌরাত্ন্যে ন্যায়ের বলি,
আর কত প্রান দেবে রক্ত,
প্রনয়ের মোহে রিক্ত অনলে -------!!
আর কত প্রান ঝরবে ক্ষমতার,
নিকস কালো দাবানলে।।
গুমরে ওঠা মন কী শুধুই প্রত্যাশী ??
রাস্তার শ্লোগান আর মিছিলের বাঁশি !!
পত্রিকার বিজ্ঞাপন এইটুকুতেই আছি,
সেই বোঝে যে হারিয়ে আপন মুখ,
ভিড়ের মাঝে খুঁজে পাবে বলে ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।