মায়া
তোমারই অবহেলায় একদিন,
কেঁদেছিল পাঁজর অঝরে,
রুক্ষ কথায় ঝরজরিত হয়েছিল মন
তুমি দিলে পর করে।
বাস্তবতায় ঢ়ূড়তায় হৃদয়ের নহর,
ক্ষয়ে ধীরে ধীরে পাথর হয়েছে।
আজ একি কেবলি মায়া না করুনা,
তোমার ওই চোখের জল বলছে।
মুছড়ে উঠেছে মন,
নিজের অজান্তেই নুনা জল ঝরল।
এত অভিনয়ের মাঝে
কী চাও সবি জানল।
তাই স্বপ্ন ডিংঙ্গি ভাসিয়ে দিলাম,
জলসানো প্রনয়ে বলি।
পুষ্পের দামি ফুলে গেত মালা,
যত্নে রেখ হৃদয় কলি।
কেঁদেছিল পাঁজর অঝরে,
রুক্ষ কথায় ঝরজরিত হয়েছিল মন
তুমি দিলে পর করে।
বাস্তবতায় ঢ়ূড়তায় হৃদয়ের নহর,
ক্ষয়ে ধীরে ধীরে পাথর হয়েছে।
আজ একি কেবলি মায়া না করুনা,
তোমার ওই চোখের জল বলছে।
মুছড়ে উঠেছে মন,
নিজের অজান্তেই নুনা জল ঝরল।
এত অভিনয়ের মাঝে
কী চাও সবি জানল।
তাই স্বপ্ন ডিংঙ্গি ভাসিয়ে দিলাম,
জলসানো প্রনয়ে বলি।
পুষ্পের দামি ফুলে গেত মালা,
যত্নে রেখ হৃদয় কলি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭
দারুন গীতিকাব্য।।