ও যে বাসেভাল
ও আমায় রাখবে বাবুই পাখির ,
বাসায় চড়ুই পাখির মত।
নিতর দেহ পাজর মাঝে,
শতজনম ও যে রাখবে পুরে।
ভাসবে এত ভাল.........
দু আঁখি করবে চলচল।
ও যে বলবে আমায়
রাগি বদনে চোখের হাসিতে।
এত আলোয় জড়ালে মায়াতে,
আমার হিয়ার ও সনে ।
বরে আলো ছায়ার মত,
ও আমায় রাখবে মাঠের বুকে,
সবুজ ঘাসের মত।
শিশির ভেজা ভোরে ঘুম
ভাঙ্গানো আদুরে ।
থাকবে মিশে ভুবন জুড়ে,
স্বপ্ন গুলো সত্যি করে।
বাসায় চড়ুই পাখির মত।
নিতর দেহ পাজর মাঝে,
শতজনম ও যে রাখবে পুরে।
ভাসবে এত ভাল.........
দু আঁখি করবে চলচল।
ও যে বলবে আমায়
রাগি বদনে চোখের হাসিতে।
এত আলোয় জড়ালে মায়াতে,
আমার হিয়ার ও সনে ।
বরে আলো ছায়ার মত,
ও আমায় রাখবে মাঠের বুকে,
সবুজ ঘাসের মত।
শিশির ভেজা ভোরে ঘুম
ভাঙ্গানো আদুরে ।
থাকবে মিশে ভুবন জুড়ে,
স্বপ্ন গুলো সত্যি করে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭
আরো চর্চা করবেন।