আলোর যাত্রী
আশাময়ী আলোর মাঝে,
ওগো তোমরা যাচ্ছ কোথায়?
এত ভোরে ........,
গানের সুরে নগ্ন পায়ে,
শিশির গুলো মাড়িয়ে যাচ্ছ কোথায়?
চারদিকে মলয়ের এত রং,
যেন রক্তিম সূয্যের লাল।
এর মানে বইকি জানও ?
না তো এ কোন মাস?
ফ্রেবুয়ারি........!
নেবে আমায় তোমমাদের সাথে,
একি হাতে ... !
ভীষন ভয় পেয়েছি।
যদি নাই বা থাকে মুখের ভাষা,
মায়ের স্বপ্ন আশা ।
তবে বল-------।
জুটবে কি ভাত পাতে?
এই মরেছি........।
এমন করে ভাবিনি তো আগে,
এখন ভাবও---,
তোমার চৌদ্দ পুরুষের ভাবনাই ভাব।
বাপে দাদায় কয় যে কথা,
তার সাথে অন্য ভাষার হয় কি খাপ?
বল দেখি,
তাহাদের কিসের এত ভাব?
মগ্ন হৃদয়ে তপ্ত দাহে ,
ছোট থেকে এতটুকুই হয়ে...
পথের বাহে.....।।
পারবে কি সইতে বলও এ দাহ্য?
ওহ বুঝেছি........,
ওরা বুঝি নেবে কেড়ে আমার,
মায়ের মিষ্টি কথা।
তাই বইকি তোমায় বলছি?
যাচ্ছ তবে সাথে।
কণিক দেখা সাহস রাখ বুকে,
হ্যাঁ, মায়ের সন্তান সবি পারে।
আমি না হয়......,
প্রাণের বদলে বর্ণ নিলাম।
কৃষ্ণচুড়া রাঙ্গা প্রভাতে,
একটি ফুলের সাথী হলাম।
তবুও তো......
মা যে হাসবে আমার খোলা হাওয়ায়।
দেখে রেখ,
তার বদন খানি মলিন হয়ে,
না চুয় নুনা পানি।
আমি যে তার বুকের ধন,
কবু হয় না যেন গ্লানি।
এই দেখতো হচ্ছে দেরি,
এবার যাওয়া য়ায়।
ওগো তোমরা যাচ্ছ কোথায়?
এত ভোরে ........,
গানের সুরে নগ্ন পায়ে,
শিশির গুলো মাড়িয়ে যাচ্ছ কোথায়?
চারদিকে মলয়ের এত রং,
যেন রক্তিম সূয্যের লাল।
এর মানে বইকি জানও ?
না তো এ কোন মাস?
ফ্রেবুয়ারি........!
নেবে আমায় তোমমাদের সাথে,
একি হাতে ... !
ভীষন ভয় পেয়েছি।
যদি নাই বা থাকে মুখের ভাষা,
মায়ের স্বপ্ন আশা ।
তবে বল-------।
জুটবে কি ভাত পাতে?
এই মরেছি........।
এমন করে ভাবিনি তো আগে,
এখন ভাবও---,
তোমার চৌদ্দ পুরুষের ভাবনাই ভাব।
বাপে দাদায় কয় যে কথা,
তার সাথে অন্য ভাষার হয় কি খাপ?
বল দেখি,
তাহাদের কিসের এত ভাব?
মগ্ন হৃদয়ে তপ্ত দাহে ,
ছোট থেকে এতটুকুই হয়ে...
পথের বাহে.....।।
পারবে কি সইতে বলও এ দাহ্য?
ওহ বুঝেছি........,
ওরা বুঝি নেবে কেড়ে আমার,
মায়ের মিষ্টি কথা।
তাই বইকি তোমায় বলছি?
যাচ্ছ তবে সাথে।
কণিক দেখা সাহস রাখ বুকে,
হ্যাঁ, মায়ের সন্তান সবি পারে।
আমি না হয়......,
প্রাণের বদলে বর্ণ নিলাম।
কৃষ্ণচুড়া রাঙ্গা প্রভাতে,
একটি ফুলের সাথী হলাম।
তবুও তো......
মা যে হাসবে আমার খোলা হাওয়ায়।
দেখে রেখ,
তার বদন খানি মলিন হয়ে,
না চুয় নুনা পানি।
আমি যে তার বুকের ধন,
কবু হয় না যেন গ্লানি।
এই দেখতো হচ্ছে দেরি,
এবার যাওয়া য়ায়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭উন্নত ভাবনা ও দারুণ থিমে কাজ করেছেন।