স্বপ্ননীল পানসী
কত শতকে কত বসন্ত এসেছে,
এ ধরার আগিনায় জানও।
নিকস কালো আধারে গঞ্জনার
তীব্র আতর্নাদ শুনেছ,
দক্ষিন বাতায়নের মেঘলা আকাশে।
মাঝে মাঝে প্রশ্ন জাগে এ কেমন জীবন,
সবি পথের ধুলোয় ঢাকা পড়ে।
টিক তেমনি আমি ও
পরিচয় হীনা রাজ্যে রয়েছি পড়ে।
বিস্ময় লাগে না মনে,হা হা হা......
কী বলব নিজে কে??
কোন অপরাধে আমায় একা চাড়লে,
এই অচেনা জগতে।
আমার জন্মে তোমরা মনুষ্যত্তে হারলে,
আদুল গায়ে বেড়ে উঠতে।
আমায় কখনো স্বপ্ন ছুঁবে না।
আকাংক্ষায় আঁখিনীড় বরবে না,
কারণ জীবনের সব ভাসিয়ে দিয়েছি,
ঐ দরিয়ার স্বপ্ননীল পানসীতে।
ভালবাসায় বিভোর ছিলে,
আমার জন্য কী রেখেছিলে ,
বলতে পারো তোমরা ........??
জানি পারবে না বলতে।
কেন এত মিথ্যা বিশ্বাসে ভর করে,
আমায় নিচক একটা নাম দিলে।
বলতে পারও?
আশ্চর্য এ পৃথিবীতে গহীন স্মৃতির
সব ভুলে দিব্বি ভাল আছ।
এ ধরার আগিনায় জানও।
নিকস কালো আধারে গঞ্জনার
তীব্র আতর্নাদ শুনেছ,
দক্ষিন বাতায়নের মেঘলা আকাশে।
মাঝে মাঝে প্রশ্ন জাগে এ কেমন জীবন,
সবি পথের ধুলোয় ঢাকা পড়ে।
টিক তেমনি আমি ও
পরিচয় হীনা রাজ্যে রয়েছি পড়ে।
বিস্ময় লাগে না মনে,হা হা হা......
কী বলব নিজে কে??
কোন অপরাধে আমায় একা চাড়লে,
এই অচেনা জগতে।
আমার জন্মে তোমরা মনুষ্যত্তে হারলে,
আদুল গায়ে বেড়ে উঠতে।
আমায় কখনো স্বপ্ন ছুঁবে না।
আকাংক্ষায় আঁখিনীড় বরবে না,
কারণ জীবনের সব ভাসিয়ে দিয়েছি,
ঐ দরিয়ার স্বপ্ননীল পানসীতে।
ভালবাসায় বিভোর ছিলে,
আমার জন্য কী রেখেছিলে ,
বলতে পারো তোমরা ........??
জানি পারবে না বলতে।
কেন এত মিথ্যা বিশ্বাসে ভর করে,
আমায় নিচক একটা নাম দিলে।
বলতে পারও?
আশ্চর্য এ পৃথিবীতে গহীন স্মৃতির
সব ভুলে দিব্বি ভাল আছ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ১৬/০৩/২০১৭ধন্যবাদ
-
মোঃ ইমরান হোসেন (ইমু) ১৬/০৩/২০১৭দারুণ !!
ভালো লেগেছে থিমটা।।
ধন্যবাদ -
রাবেয়া মৌসুমী ১৫/০৩/২০১৭চেষ্টা তো করতেই হবে..