ভোট এসেছে
ভোট এসেছে
সাইয়িদ রফিকুল হক
ভোট এসেছে রঙ্গ ছাড়ো
দাঁড়াও জনসেবায়,
জনগণকে চোখের জলে
আর দিয়ো না ভাসায়!
জনসেবক আছে বলেই
দেশটা চলে ভারি,
অসৎ-জনে অর্থ নিয়ে
করবে কাড়াকাড়ি।
ভোট এসেছে জনসেবার
শপথ নিবে সবাই,
অসৎ-লোককে রাজনীতিতে
আর দিয়ো না ঠাঁই।
সাইয়িদ রফিকুল হক
৩০-১১-২০২৩
সাইয়িদ রফিকুল হক
ভোট এসেছে রঙ্গ ছাড়ো
দাঁড়াও জনসেবায়,
জনগণকে চোখের জলে
আর দিয়ো না ভাসায়!
জনসেবক আছে বলেই
দেশটা চলে ভারি,
অসৎ-জনে অর্থ নিয়ে
করবে কাড়াকাড়ি।
ভোট এসেছে জনসেবার
শপথ নিবে সবাই,
অসৎ-লোককে রাজনীতিতে
আর দিয়ো না ঠাঁই।
সাইয়িদ রফিকুল হক
৩০-১১-২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ০২/১২/২০২৩ভালো কথা ।
-
ফয়জুল মহী ০১/১২/২০২৩চমৎকার লিখেছেন কবি
খুব ভালো বলেছেন। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/১২/২০২৩ভালই