শীত আসবে
শীত আসবে
সাইয়িদ রফিকুল হক
আশ্বিন চলে যায়,
কার্তিক যায় যায়!
দেখা নাই তবুও শীতের!
গরমের এই জ্বালা
সয় নাকো সয় নাকো
কী হবে রে মানব-হিতের?
জীবনের প্রয়োজনে
আয় নেমে শীত-শীত
মনভরে জুড়াইবো দেহ!
ভলোবেসে ঘরজুড়ে
থাকবো রে খুব সুখে
ঘামে ডুবে মরবে না কেহ।
সাইয়িদ রফিকুল হক
১৭/১০/২০২৩
সাইয়িদ রফিকুল হক
আশ্বিন চলে যায়,
কার্তিক যায় যায়!
দেখা নাই তবুও শীতের!
গরমের এই জ্বালা
সয় নাকো সয় নাকো
কী হবে রে মানব-হিতের?
জীবনের প্রয়োজনে
আয় নেমে শীত-শীত
মনভরে জুড়াইবো দেহ!
ভলোবেসে ঘরজুড়ে
থাকবো রে খুব সুখে
ঘামে ডুবে মরবে না কেহ।
সাইয়িদ রফিকুল হক
১৭/১০/২০২৩
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অভিজিৎ হালদার ১৯/১০/২০২৩বেশ ভালো ভাবনা ।
-
আলমগীর সরকার লিটন ১৮/১০/২০২৩কার্তিকের শুভেচ্ছা রইল
-
বোরহানুল ইসলাম লিটন ১৮/১০/২০২৩ভালো!