মনোবল ভাঙবে না
মাথায় আকাশ ভেঙে পড়লেও কেঁদো না,
কেউ আঘাত করলেও ভয় পেয়ো না,
কারও কথা শুনে তুমি মনোবল ভেঙ না,
শত আঘাতে তুমি বাঁচার স্বপ্ন দ্যাখো।
পৃথিবী এমনই, কেউ তোমাকে
একটু আসন ছেড়ে দিবে না
আরও আঘাতে-আঘাতে করবে জর্জরিত
তবু তুমি মনোবল ভাঙবে না কখনো।
কেউ আঘাত করলেও ভয় পেয়ো না,
কারও কথা শুনে তুমি মনোবল ভেঙ না,
শত আঘাতে তুমি বাঁচার স্বপ্ন দ্যাখো।
পৃথিবী এমনই, কেউ তোমাকে
একটু আসন ছেড়ে দিবে না
আরও আঘাতে-আঘাতে করবে জর্জরিত
তবু তুমি মনোবল ভাঙবে না কখনো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ১৫/১০/২০২৩অসাধারণ
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৫/১০/২০২৩দারুন
-
আলমগীর সরকার লিটন ১৫/১০/২০২৩চমৎকার
-
অর্ঘ্যদীপ চক্রবর্তী ১৪/১০/২০২৩💝
-
ফয়জুল মহী ১৪/১০/২০২৩খুব ভালো লাগলো